ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হামাসের হুঁশিয়ারি জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির পরিণতি হবে ভয়াবহ

প্রকাশিত: ০৫:২৬, ৪ ডিসেম্বর ২০১৭

হামাসের হুঁশিয়ারি জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির পরিণতি হবে ভয়াবহ

তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেম আল-কুদসে সরিয়ে নেয়ার পরিকল্পনার বিষয়ে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, মার্কিন দূতাবাস স্থানান্তরের অর্থ হবে জেরুজালেম আল-কুদস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া, এর পরিণতি হবে ভয়াবহ। ইয়াহু নিউজ। হামাস শনিবার এক বিবৃতিতে বলেছে, ‘এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে তা হবে জেরুজালেম আল-কুদস শহরের ওপর মার্কিন আগ্রাসন এবং এর ওপর ইহুদীবাদী দখলদারিত্বকে স্বীকৃতি দেয়া। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘জেরুজালেম আল-কুদস একটি অধিকৃত শহর হওয়ার কারণে সেখানে দূতাবাস স্থানান্তর হবে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তেল আবিব সরকার এই শহর থেকে ফিলিস্তিনীদের বিতাড়িত করে এটিকে ইহুদীকরণের যে পরিকল্পনা করছে, দূতাবাস স্থানান্তরিত হলে ইহুদীবাদী সরকার খুব সহজে যে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে।
×