ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তরুণ প্রজন্মের ভিড় ছিল চোখে পড়ার মতো

এবার আয়কর রিটার্ন বেড়েছে ৩৬ শতাংশ,অভূতপূর্ব সাড়া

প্রকাশিত: ০৫:৩৮, ২ ডিসেম্বর ২০১৭

এবার আয়কর রিটার্ন বেড়েছে ৩৬ শতাংশ,অভূতপূর্ব সাড়া

এম শাহজাহান ॥ ব্যক্তিশ্রেণীর করদাতাদের ‘আয়কর রিটার্ন দাখিল’ সারাদেশে অভূতপূর্ব সাড়া ফেলেছে। আয়কর দিবসের শেষদিন ৩০ নবেম্বর গভীর রাত পর্যন্ত সারাদেশে এবার প্রায় ১৫ লাখ ৫৭ হাজার করদাতা রিটার্ন দাখিল করেছেন। এর বিপরীতে আয়কর আহরণ হয়েছে ৪ হাজার ২৮১ কোটি ৩২ লাখ টাকা। এছাড়া প্রায় ২ লাখ ৮০ হাজার করদাতা উপকর কমিশনারের কাছে সময়বৃদ্ধির জন্য আবেদন করেছেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আশা করছে, শেষ পর্যন্ত এবার ২০ লাখ ব্যক্তি আয়কর রিটার্ন দাখিল করতে পারেন। করদাতাদের সম্মানিত করতে ইনকাম ট্যাক্স আইডি কার্ড প্রদান ও ‘করবাহাদুর পরিবার’ স্বীকৃতি দিচ্ছে এনবিআর। এতে করদাতারা রাষ্ট্রীয়ভাবে সম্মানিত হচ্ছেন। এছাড়া সরকারী-বেসরকারী বিভিন্ন কাজকর্মে টিআইএন নম্বর কাজে লাগছে। এসব কারণে দেশে দ্রুত করদাতার সংখা বাড়ছে। মানুষ এখন স্বতঃস্ফূর্তভাবে রিটার্ন দাখিল করছেন। জানা গেছে, গত বছরের তুলনায় এবার বেশি মানুষ আয়কর রিটার্ন দাখিল করেছেন। এবার বিপুলসংখ্যক তরুণের রিটার্ন দাখিল ছিল চোখে পড়ার মতো। করদাতাদের সুবিধার্থে সময় বৃদ্ধির আবেদন বিবেচনা করছে এনবিআর। এর ফলে প্রায় পৌনে ৩ লাখ করদাতা জরিমানা ছাড়াই রিটার্ন দাখিলে সময় পাবেন বলে আশা করা হচ্ছে। গত বছরের তুলনায় এবার আয়কর রিটার্ন দাখিলকারীর সংখ্যা বাড়বে প্রায় ৫ লাখ। আয়কর বিভাগ আশা করছে, এবার প্রায় ২০ লাখ ব্যক্তি আয়কর রিটার্ন দাখিল করতে পারেন। গতবার রিটার্ন দাখিল হয়েছিল ১৫ লাখ ৫৬ হাজার। এছাড়া এবার কর শনাক্তকরণ নম্বরধারীর (ই-টিআইএন) সংখ্যা বেড়ে ৩২ লাখ ছাড়িয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান জনকণ্ঠকে বলেন, নবেম্বর মাসজুড়ে আয়কর মেলার মতো উৎসবমুখর পরিবেশে আয়কর রিটার্ন জমা দিয়েছেন করদাতারা। এক্ষেত্রে এনবিআরের সংশ্লিষ্ট কর অফিসগুলো সর্বক্ষণিক সেবা দিয়েছে। তিনি বলেন, ২৪ নবেম্বর থেকে ৩০ নবেম্বর পর্যন্ত দেশব্যাপী আয়কর সপ্তাহ পালন করা হয়েছে। ওই সময় বেশিসংখ্যক করদাতা রিটার্ন দাখিল করেছেন। গত বছর থেকে মাসের শেষ ৩০ নবেম্বর আয়কর দিবস হিসেবে পালন করা হচ্ছে। ওই দিনই আয়কর রিটার্ন জমা দেয়ার শেষদিন হিসেবে গণ্য করা হয়। এর পর আয়কর রিটার্ন জমা দিতে হলে প্রযোজ্য করের ওপর প্রতিমাসে দুই শতাংশ হিসেবে জরিমানা গুনতে হবে। আয়কর আদায় বেড়েছে ॥ চলতি অর্থবছরে বেঁধে দেয়া সময়ের মধ্যে (৩০ নবেম্বর পর্যন্ত) সারাদেশে ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন দাখিল হয়েছে ১৫ লাখ ৫৬ হাজার ৬১৬। যা গতবছরের একই সময়ের তুলনায় ৩৬ দশমিক ০১ শতাংশ বেশি। অন্যদিকে আয়কর আহরণ হয়েছে ৪ হাজার ২৮১ কোটি ৩২ লাখ টাকা। যা গতবছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৩৭ শতাংশ বেশি। রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন করেছেন ২ লাখ ৭৯ হাজার ৬২৬ করদাতা। যা গত বছরের চেয়ে ৮৪ দশমিক ১০ শতাংশ বেশি। এনবিআরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন এসব তথ্য জনকণ্ঠকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, শেষদিন পর্যন্ত এ বছর স্বতঃস্ফূর্তভাবে করদাতারা রিটার্ন দাখিল করেছেন। এনবিআরের বিভিন্ন উদ্যোগের ফলে মানুষ কর প্রদানে উৎসাহ বোধ করছেন। প্রতিবছর দেশে নতুন করদাতার সংখ্যা বাড়ছে।
×