ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে বানৌজা বিজয়ের চট্টগ্রাম ত্যাগ

প্রকাশিত: ০৪:৪০, ২ ডিসেম্বর ২০১৭

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে বানৌজা বিজয়ের চট্টগ্রাম ত্যাগ

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিজয় শুক্রবার লেবাননের উদ্দেশে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করেছে। এ সময় সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এ্যাডমিরাল এম মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। ইউনাইটেড নেশনস ইনটেরিম ফোর্স ইন লেবানন (ইউনিফিল) মিশনের আওতায় মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সে দীর্ঘ ৩ বছর ৭ মাস দায়িত্ব পালনরত বানৌজা আলী হায়দার এবং নির্মূলকে প্রতিস্থাপন করবে নৌবাহিনীর আধুনিক এ যুদ্ধজাহাজ বিজয়। লেবানন ও ভূমধ্যসাগরীয় এলাকায় টহলের কাজে নিয়োজিত থেকে নৌবাহিনীর যুদ্ধজাহাজ আলী হায়দার ও নির্মূল আগামী ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ সফলভাবে দায়িত্ব পালন শেষে দেশে প্রত্যাবর্তন করবে। উক্ত মিশনে যোগ দিতে নৌবাহিনী জাহাজ বিজয়ের অধিনায়ক কমান্ডার মোঃ ফজলার রহমানের নেতৃত্বে সর্বমোট ১৫ জন কর্মকর্তা এবং ৯৫ জন নাবিক লেবাননের উদ্দেশে গমন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাগণ, জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। -আইএসপিআর
×