ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রংপুরে সংখ্যালঘুদের ওপর হামলা বিএনপির ষড়যন্ত্রের অংশ ॥ হাছান মাহমুদ

প্রকাশিত: ০৭:৪৫, ২১ নভেম্বর ২০১৭

রংপুরে সংখ্যালঘুদের  ওপর হামলা  বিএনপির ষড়যন্ত্রের অংশ ॥ হাছান  মাহমুদ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রংপুরে সংখ্যালঘুদের ওপর হামলা বিএনপিরই ষড়যন্ত্র। বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। রংপুরে সংখ্যালঘুদের ওপর হামলা তাদের পরিকল্পনার অংশ। সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে তারা। সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মওলানা ভাসানী ঐক্যজোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি মূল প্রতিপাদ্য সাম্প্রদায়িকতা। নির্বাচন যখন আসে তখন সাম্প্রদায়িকতার কথা বলে ইসলামকে ব্যবসা হিসেবে ব্যবহার করে ভোট আদায়ের চেষ্টা করে। সুতরাং দেশে হামলা ও রংপুরের বিশৃঙ্খলা বিএনপির পরিকল্পনার অংশ। ড. হাছান বলেন, নির্বাচন সরকারের অধীনে হয় না। সরকার তখন রুটিন কাজ করে মাত্র। সরকারের একটা ওসি ট্রান্সফার করারও তখন ক্ষমতা থাকে না। সেই সময় সংবিধান অনুযায়ী যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারই তখন নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করে। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না। বিএনপির ‘ইচ্ছা’ ‘অভিলাষ’ পূরণের জন্য কোন নির্বাচনকালীন সরকার হবে না।
×