ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোনা পাচার মামলার পলাতক আসামি সৈয়দপুর বিমান বন্দরে কর্মরত

প্রকাশিত: ০৪:১১, ১৬ নভেম্বর ২০১৭

সোনা পাচার মামলার পলাতক আসামি সৈয়দপুর বিমান বন্দরে কর্মরত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সোনা পাচার মামলার পলাতক আসামি সৈয়দপুর বিমানবন্দরে কর্মরত থেকে বহাল তবিয়তে চাকরি করছেন স্টেনো টাইপিস্ট মোমেন মোকশেদ। সূত্র মতে, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সংক্রান্ত দুর্নীতির মামলার প্রধান আসামি তিনি। তার বিরুদ্ধে জারি আছে গ্রেফতারি পরোয়ানা। পুলিশের খাতায় তিনি পলাতক। চাকরির পাশাপাশি তিনি সৈয়দপুর বিমানবন্দরের পাশেই এয়ারপোর্ট মার্কেটস্থ চারতলা ভবনে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। বুধবার এ নিয়ে একটি টিভি চ্যানেল প্রতিবেদনও দেখিয়েছে। জানা যায়, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ২০১৩ সালের নবেম্বরে ২৫টি স্বর্ণের বার আটক হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করে দুদক। এই মামলায় ৭ আসামির বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এদের মধ্যে ৪ জন আত্মসমর্পণ করে। পরে ৩ জন জামিনে মুক্তি পান। তবে এখনও আত্মসমর্পণ বা জামিন নেননি মামলার অন্য তিন আসামি। এই মামলার আসামি স্বর্ণের বার বহনকারী আলাউদ্দিন চৌধুরী বিদেশে অবস্থান করছে। আর এজাহারে উল্লেখ করা আইডি নম্বর দিয়ে অবস্থান শনাক্ত করা যায়নি আরেক আসামি আনসার সদস্য ইলিয়াস উদ্দিনের। তবে প্রধান আসামি স্টেনো টাইপিস্ট মোমেন মোকশেদ রয়েছেন এখন সৈয়দপুর বিমানবন্দরে। আইনের চোখে তিনি পলাতক। সূত্র জানায়, এই স্বর্ণ পাচার মামলায় অভিযোগপত্র দেয়া হয় ২০১৪ সালের ২৮ ডিসেম্বর। এখন অভিযোগ গঠনের অপেক্ষায় রয়েছে।এ ব্যাপারে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক শাহীন আহমেদের সঙ্গে কথা বললে তিনি স্টেনো টাইপিস্ট মোমেন মোকশেদ কর্মরত বলে নিশ্চিত করেন। তবে তার বিরুদ্ধে মামলা বা গ্রেফতারি পরোয়ানা রয়েছে কিনা সেটি তিনি অবগত নন। বিএসএফের গুলিতে পাটগ্রামে গরু ব্যবসায়ী নিহত নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৫ নবেম্বর ॥ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে এক বাংলাদেশী যুবক ফরিদ উদ্দিন (২২) নিহত হয়েছে। নিহত ফরিদ উদ্দিন ভারতীয় গরুর ব্যবসায়ী ছিলেন। জানা গেছে, বুধবার রাত দেড়টার দিকে সীমান্তের ৮৪০ নম্বর মেইন পিলারের ২ নম্বর পিলারের নিকট দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কয়েক বাংলাদেশী গরু ব্যবসায়ী মিলে কাঁটাতারের ওপর দিয়ে গরু পার করতে থাকে। এ সময় ভারতীয় ৬১ বিএসএফ ব্যাটালিয়নের বিএস বাড়ী ক্যাম্পের বিএসএফ টহল দলের সদস্যরা দেখতে পায়। তারা এলাপাতাড়ি কয়েক রাউন্ড গুলি করে। এ সময় এক রাউন্ড গুলি জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঠাকুরপাড়া উফারমারা গ্রামের শামসুল হকের ছেলে ফরিদ উদ্দিনের বুকে এসে লাগে। এতে সে ঘটনাস্থলে মারা যায়।
×