ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে জরুরী অবতরণ করতে গিয়ে কপ্টারের পাইলটসহ ৩ জন আহত

প্রকাশিত: ০৪:১৮, ১৫ নভেম্বর ২০১৭

রূপগঞ্জে জরুরী অবতরণ করতে গিয়ে কপ্টারের পাইলটসহ ৩ জন আহত

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ১৪ নবেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি হেলিকপ্টার জরুরী অবতরণ করতে গিয়ে মাটিতে হেঁচড়ে পড়েছে। এতে হেলিকপ্টারের পাইলটসহ তিন আরোহী আহত হন। মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার পূর্ব কালাদি ও কলাতলি এলাকার আমেরিকান সিটি প্রকল্পে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, হেলিকপ্টার পাইলট কর্নেল মিজান, সহকারী পাইলট জিয়া ও ইঞ্জিনিয়ার ফারুক। আহতদের অন্য আরেকটি হেলিকপ্টার যোগে ঢাকার হাসপাতালে পাঠানো হয়েছে। বেলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সেলিম মিয়া জানান, সাড়ে ৩ থেকে পৌনে ৪টার দিকে পারটেক্স গ্রুপের একটি হেলিকপ্টার টেস্ট করার উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দর থেকে রূপগঞ্জের দিকে চলে আসে। হঠাৎ করে কাঞ্চন পৌরসভার পূর্ব কালাদি ও কলাতলি এলাকার আমেরিকান সিটি প্রকল্প এলাকায় পৌঁছামাত্র হেলিকপ্টারের ইঞ্জিনে ত্রুটি দেখা যায়। একপর্যায়ে পাইলট সেখানে দ্রুত অবতরণের চেষ্টা চালায়। এ সময় হেলিকপ্টারটি মাটিতে হেঁচড়ে পড়ে। এতে হেলিকপ্টারে থাকা ওই তিনজন আহত হন। তবে তারা আশঙ্কামুক্ত। হেলিকপ্টারেরও সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হেলিকপ্টার অবতরণের স্থানটিতে পুলিশ মোতায়েন রয়েছে।
×