ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

যশোরে সিংহ ও লেপার্ড ক্যাট শাবক উদ্ধার ॥ আটক ২

প্রকাশিত: ০৪:৩৫, ১৪ নভেম্বর ২০১৭

যশোরে সিংহ ও লেপার্ড ক্যাট শাবক উদ্ধার ॥ আটক ২

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় যশোরে ২টি সিংহ শাবক ও দুটি লেপার্ড ক্যাট শাবক উদ্ধার করা হয়েছে। এ সময় দুই পাচারকারীকেও আটক করা হয়েছে। আটককৃতরা হলেন বগুড়ার আদমদীঘি উপজেলার বশিকুড়া গ্রামের আহাদ আলী সরদারের ছেলে কামরুজ্জামান বাবু ও নরসিংদীর পলাশ উপজেলার বকুলনগর গ্রামের মান্নান ভূঁইয়ার ছেলে রানা মিয়া। সোমবার বেলা ১১টার দিকে শহরতলীর চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে একটি প্রাডো গাড়ি থেকে কথিত বাঘের বাচ্চা উদ্ধার করা হয়। ভারতে পাচারের জন্য ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল। যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন ৪টি বাঘের বাচ্চা পাচারের উদ্দেশে বেনাপোল নিয়ে যাওয়া হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে চাঁচড়া চেকপোস্টে তল্লাশিকালে একটি প্রাডো গাড়ি থেকে ওই চারটি শাবক উদ্ধার করা হয়। চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ বায়োজিদ জানান, বাঘের বাচ্চা হিসেবেই দুইটি বাক্স থেকে এই চারটি শাবককে উদ্ধার ও ওই দু’জনকে আটক করা হয়। পরে বাচ্চাগুলোকে খাঁচায় বের করে শনাক্তের জন্য বন বিভাগকে খবর দেয়া হয়। বন বিভাগের কর্মকর্তারা এসে প্রাথমিকভাবে দুটি শাবককে সিংহের এবং দুটিকে লেপার্ড শাবক হিসেবে শনাক্ত করেন। যশোরের বিভাগীয় বন কর্মকর্তা সরোয়ার আলম জানান, বড় দুটি শাবক সিংহের এবং ছোট দুটি লেপার্ড শাবক।
×