ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে দুই শিক্ষক লাঞ্ছিত ॥ প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪:৩২, ১৪ নভেম্বর ২০১৭

নোয়াখালীতে দুই শিক্ষক লাঞ্ছিত ॥ প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৩ নবেম্বর ॥ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লতিফপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকলে বাধা দেয়ায় রবিবার দুই শিক্ষককে নকলকারীর অভিভাবকরা লাঞ্ছিত করেছে। এতে লিটন চন্দ্র দাস নামে এক শিক্ষক গুরুতর আহত হয়। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর শিক্ষক নাহিদা আক্তার প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনার প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন-সমাবেশ করেছে লাঞ্ছিত শিক্ষকের বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন, নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুছ নবী মানিক, শিক্ষক আবু জাফর, প্রাক্তন শিক্ষার্থী এ্যাডভোকেট এ.বি.এম ইউসুফ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আবদুল কাদের ও ডাঃ আবুল কালাম প্রমুখ। বক্তারা বলেন, লাঞ্ছিত দুই শিক্ষক নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তারা জেএসসি লতিফপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। রবিবার গণিত পরীক্ষার সময় কেন্দ্রের ভিতর নকল করার চেষ্টা করে শিক্ষার্থীরা। এ সময় এক ছাত্রীকে নকলে বাধা দেয় পরিদর্শক লিটন চন্দ্র দাস। পরে ঘটনার বিষয় ওই ছাত্রী বাইরে জানিয়ে দেয়। এক পর্যায়ে লিটন চন্দ্র দাস ও অপর শিক্ষক নাহিদা আক্তারসহ হল থেকে বের হয়ে যাওয়ার সময় কেন্দ্র বাউন্ডারির মধ্যে লিটন চন্দ্র দাসকে বেদম মারধর করা হয়। এ সময় নাহিদাকে শারীরিক ও মানসিক লাঞ্ছিত করে একটি কক্ষে দুই ঘণ্টা আটক রাখে। পরে চারদিক থেকে শিক্ষক ও লোকজন এলে লিটনকে ফেলে হামলাকারীরা চলে যায়।
×