ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফের ধোঁয়াশার কবলে দিল্লী এখন বৃষ্টিই ভরসা

প্রকাশিত: ০৪:০৫, ১৪ নভেম্বর ২০১৭

ফের ধোঁয়াশার কবলে দিল্লী এখন বৃষ্টিই ভরসা

ভারতের রাজধানী দিল্লী আকাশ মাত্র দু’দিনের জন্য পরিষ্কার হয়েছিল। কিন্তু রবিবার ফের ধোঁয়াশার কবলে পড়েছে। বাতাসে ক্ষতিকর কণা কয়েক গুণ বেড়ে গেছে। কাশি, বুকে ব্যথা ও চোখের জ্বালা নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছেন রোগীরা। সব মিলিয়ে দিল্লী যে অন্ধকারে ছিল, সেখানেই ফিরে গেছে। খবর ইন্ডিয়া টুডে অনলইনের। ইউনাইটেড এয়ারলাইন্স তাদের নিউ ইয়র্ক থেকে দিল্লীগামী বিমান উড্ডয়ন সোমবার পর্যন্ত বাতিল করে দিয়েছে। এ সময়ে ট্রেন চলাচলও বন্ধ থাকবে। বিশ্বের অন্যতম দূষিত নগরী দিল্লীকে গত কয়েক দিন ধরে মোকাবেলা হচ্ছে মারাত্মক ধেঁয়াশার সঙ্গে। কুয়াশার স্তর এতটাই ভারি যে তাকে সংবাদ মাধ্যমে বর্ণনা করা হচ্ছে কুয়াশার কম্বল হিসেবে। আবহাওয়া দফতর জানায়, আগের বছরগুলোর তুলনায় এবার দিল্লীতে দ্রুত পারদ নামছে। রবিবার রাজধানীর ন্যূনতম তাপমাত্রা ১৩ ডিগ্রীতে নেমে এলেও জলীয় বাষ্পের পরিমাণ ছিল প্রায় ৯৮ শতাংশ। অতিরিক্ত জলীয় বাষ্প ও বাতাসে দূষিত কণার জন্যেই তৈরি হয় ধোঁয়াশা। তবে মঙ্গল ও বুধবার দিল্লী ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টির আভাস দেয়া হয়েছে। এতে কুয়াশা বাড়লেও বাতাসে দূষণ স্তর কিছুটা হলেও কমবে। আপাতত বৃষ্টির দিকেই তাকিয়ে আছে দিল্লীর অধিবাসীরা। বিবিসি জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা দূষণের যে সীমা পর্যন্ত জনস্বাস্থের জন্য নিরাপদ বলে বিবেচনা করে, ভারতের রাজধানীর বাতাস এখন তার চেয়ে ৩০ গুণ বেশি দূষিত। এ পরিস্থিতিকে ‘পাবলিক হেলথ ইমার্জেন্সি’ ঘোষণা করেছে ভারতের মেডিক্যাল এ্যাসোসিয়েশন। বিশেষজ্ঞদের বরাত দিয়ে এনডিটিভি লিখেছে, বছরের এই সময়টায় ভারতের ওপর দিয়ে যে বাতাস বয়ে যায়, তা আসে মধ্যপ্রাচ্যের দিক থেকে। কুয়েত, ইরান সৌদি আরবের ওপর দিয়ে আসার সময় সেই বাতাসে মিশে মরুর ধুলো। ভারতের উত্তর অঞ্চলে পৌঁছানোর আগে পাকিস্তানে তুলনামূলকভাবে শীতল এলাকা পাড়ি দেয় সেই বাতাস। সেখানে ধুলোর সঙ্গে যোগ হয় জলকণা, তৈরি হয় কুয়াশার। কেবল দিল্লী নয়, এই কুয়াশা রাজধানীর আশপাশের রাজ্যগুলোতেও হানা দিচ্ছে। কিন্তু দিল্লীর পরিস্থিতি করুণ করে তুলেছে হরিয়ানা আর পাঞ্জাব। এনডিটিভি লিখেছে, বছরের এই সময়টায় ওই দুই রাজ্যের কৃষকরা ফসল তোলার পর মাঠেই মুড়া পুড়িয়ে দেয়। বিস্তীর্ণ এলাকায় সেই শস্যের মুড়া পোড়ানোর ধোঁয়া মিশছে আরব থেকে ধুলো আর পাকিস্তান থেকে জলকণা নিয়ে আসা কুয়াশার সঙ্গে।
×