ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পটিয়ায় প্রকাশ্যে চলছে পাহাড় কাটা ॥ আটক ৪

প্রকাশিত: ০৬:২৪, ৮ নভেম্বর ২০১৭

পটিয়ায় প্রকাশ্যে চলছে পাহাড় কাটা ॥ আটক ৪

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৭ নবেম্বর ॥ স্কেবেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগে পুলিশ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলো চন্দনাইশের তোফায়েল, লিয়াকত আলী, লোহাগাড়ার নুরুল ইসলাম, রাঙ্গামাটি জেলার রিপন মিয়া। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশ উপজেলার কেলিশহর ইউনিয়নের খিল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে শ্রমিক আটক করে। এ সময় একটি পিকআপ ও একটি স্কেবেটর জব্দ করে। ওই এলাকায় উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের প্রবাসী হারুন তাছিম এগ্রো ফার্ম নির্মাণের নামে পাহাড় কাটছে বলে অভিযোগ। খবর পেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমানের নির্দেশে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, কয়েক বছর ধরে উপজেলার কেলিশহর ইউনিয়নের পাহাড়ী এলাকা খিল্লাপাড়ায় ‘মডেল টাউন’ নির্মাণের নামে শামীমুজ্জামান নামের এক ব্যক্তি টিলা ও পাহাড় কেটে কোটি টাকার প্লট বিক্রি করে নেয়। অপর ব্যক্তি প্রবাসী হারুন তাছিম এগ্রো ফার্ম নামে গরুর খামার, মাছের প্রজেক্টের কাজ শুরু করে। নিরীহ মানুষের কৃষি জমি অবৈধভাবে ও ভয়ভীতি দেখিয়ে দখল করে পাহাড়ে যাওয়ার একটি পথও সৃষ্টি করে।
×