ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাংস্কৃতিক উৎসবের সমাপনীতে ‘মুনীর চৌধুরী’ নাটকের মঞ্চায়ন করব ॥ মাহবুব আমীন মিঠু

প্রকাশিত: ০৬:১১, ৭ নভেম্বর ২০১৭

সাংস্কৃতিক উৎসবের সমাপনীতে ‘মুনীর চৌধুরী’ নাটকের মঞ্চায়ন করব ॥ মাহবুব আমীন মিঠু

দেশের তরুণ সাংস্কৃতিক সংগঠক, অভিনেতা এবং সমাজ সেবক মাহবুব আমীন মিঠু। উত্তরার অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান গীতাঞ্জলি ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা তিনি। এই প্রতিষ্ঠানের একাধিক শাখার মাধ্যমে দেশীয় সংস্কৃতি চর্চা ও বিকাশে কাজ করছেন। আগ্রহী শিক্ষার্থীদের নৃত্য, সঙ্গীত, আবৃত্তি এবং নাটকে প্রশিক্ষণ দিচ্ছেন। তারই উদ্যোগে গীতাঞ্জলি ললিতকলা একাডেমি ত্রয়োদশ বর্ষপূর্তি উৎসব আয়োজন করা হয়েছে । এ বিষয়ে তার সঙ্গে কথা হয়। তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের বিষয়ে জানতে চাই। মাহবুব আমীন মিঠু : সুস্থ সাংস্কৃতিক শিক্ষার লক্ষ্যে ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় সাংস্কৃতিক চর্চা কেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি। এবার আমাদের ত্রয়োদশ বর্ষপূতিতে শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক শিরোনামে তিনদিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করছি। গত ২৭ এবং ২৮ অক্টোবর দুই দিনের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। এই উৎসবে আমার তিনগুণী জন সৈয়দ হাসান ইমাম, সমরজিৎ রায় চৌধুরী এবং হাসান আজিজুল হককে গীতাঞ্জলি সম্মাননা পদক’ ২০১৭ দিয়েছি। আগামী ১০ নবেম্বর শুক্রবার তিনদিনব্যাপী এই উৎসবের সমাপনী। ওই দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ্যাড. সাহারা খাতুন এমপি। সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে গীতাঞ্জলির অন্যতম বিভাগ থিয়েটার অঙ্গনের দশম প্রযোজনা প্রবীর দত্ত রচিত ও নির্দেশিত নাটক ‘মুনীর চৌধুরী’ নাটকের ১০ম মঞ্চায়ন হবে। এবারের সাংস্কৃতিক উৎসবের স্লোগান একটু ব্যতিক্রম মনে হচ্ছে! মাহবুব আমীন মিঠু : সমগ্র বিশ্বে প্রতিনিয়ত মানবতা বিপন্ন হচ্ছে, মানুষ হারাচ্ছে তার শান্তি, সাম্য। মিথ্যা গ্রাস করে চলছে সত্যকে। পুজিঁবাদের নির্মম থাবা আগ্রাসী হয়ে উঠছে দিনকে দিন। বসবাস অযোগ্য হয়ে উঠছে পৃথিবী। ঠিক এই সময়ে আমাদের জাতীয় কবি, দ্রোহের কবি রচিত গানের এই চয়নটি আমাদের মানবতা ও আলোকের পথে জয়যাত্রা সুপ্রতিষ্ঠিত করবে। এটিই গীতাঞ্জলি উৎসবের আহ্বান। উত্তরায় শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠার অগ্রগতি কতটুকু? মাহবুব আমীন মিঠু : উত্তরায় শিল্পকলা একাডেমির ব্রাঞ্চ প্রতিষ্ঠার কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে জমি নির্বাচন প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। ঢাকা মহানগর উত্তর অঞ্চলে এই শিল্পকলার শাখা প্রতিষ্ঠার মধ্য দিয়ে অত্র অঞ্চলের সংস্কৃতিকর্মীসহ সব মানুষের দীর্ঘদিনের একটি চাওয়া পূর্ণ হতে চলেছে। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি ঐকান্তিক প্রচেষ্টায় আশা করছি অতি অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠিত হবে আমাদের স্বপ্নের শিল্পকলা। যার মধ্যে দিয়ে সংস্কৃতি অবকাঠামো শূন্য উত্তরার সাংস্কৃতিক কার্যক্রম আরও গতিশীল হবে। মুনীর চৌধুরী নাটকটি নিয়মিত মঞ্চায়ন না হওয়ার কারণ কী? মাহবুব আমীন মিঠু : মুনীর চৌধুরী নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয় গত ২০১৬ সালের ১৮ নবেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রধান মিলনায়তনে। এর পর থেকে প্রতিমাসেই আমাদের নাট্যদল থেকে হল বরাদ্দের আবেদন করা হচ্ছে। কিন্তু শিল্পকলায় হল পাওয়া যাচ্ছে না, তার পরও আমরা নিয়মিতভাবে উত্তরায় মঞ্চ নাটকের দর্শক তৈরিতে দর্শনীর বিনিময়ে নাট্য প্রদর্শনী শুরু করেছি। প্রতিমাসে উত্তরাতে মুনীর চৌধুরীর শো হচ্ছে এবং দর্শকের মাঝে বিপুল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে ‘মুনীর চৌধুরী’ নাটকটি বাংলা একাডেমির বইমেলায়, উত্তরায় শহীদ বুদ্ধিজীবী দিবসসহ উল্লেখযোগ্য স্থানে নাটকটি প্রদর্শিত হয়েছে। মঞ্চ নাটকের দর্শক সঙ্কট উত্তরণে করণীয় কী বলে মনে করেন? মাহবুব আমীন মিঠু : মঞ্চ নাটকের দর্শক সঙ্কট উত্তরণে আমার মনে হয় প্রচার, নতুন নতুন নাটক মঞ্চে আনা, নতুন নাট্যদলগুলো প্রতিমাসে না হলেও প্রতি তিন মাসে হল বরাদ্দ দেয়া উচিত। সর্বোপরি সকলে মিলেই মঞ্চ নাটকের প্রচার ও প্রসারে কাজ করতে হবে। টেলিভিশন ফিল্মের অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা মঞ্চ থেকে এসেছেন। তারা যদি দলে আবার সময় দেন এবং যথাযথভাবে প্রচার করা যায় পাশাপাশি ঢাকা শহরের আশপাশের এলাকায় এবং দেশের বিভিন্ন বিভাগীয় ও তার আশপাশের এলাকায় আরও কিছু উন্মুক্ত নাট্যমঞ্চ বা অডিটোরিয়াম স্থাপন করা প্রয়োজন। এতে সুবিধাবঞ্চিত অনেক সংগঠন তাদের কার্যক্রম চালাতে পারবে এবং নাটকের দর্শক তৈরিতে বিশেষভাবে সহায়তা করবে। -সাজু আহমেদ
×