ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভাঙ্গায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ আহত ১০

প্রকাশিত: ০৬:০২, ২৮ অক্টোবর ২০১৭

ভাঙ্গায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৭ অক্টোবর ॥ ফরিদপুরের ভাঙ্গায় একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৮ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ বাজারে শরীফাবাদ কলেজিয়েট স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, রবিবার শরীফাবাদ কলেজিয়েট স্কুলের ম্যানেজিং কমিটির স্কুল ও কলেজ শাখায় মোট ৬ অভিভাবক সদস্যের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত একটি প্যানেল ও ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরী সমর্থিত আরেকটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছিল। নামে স্বতন্ত্র সাংসদ হলেও নিক্সন চৌধুরীর সমর্থকরা আওয়ামী লীগ নেতাকর্মী। দাতা সদস্য নির্বাচনে অনিয়মের অভিযোগে প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠানের দাবিতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে শরীফাবাদ বাজারে মিছিল বের করে। মিছিল শেষে তারা বাজারের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। সকাল ৯টার দিকে স্বতন্ত্র সাংসদ নিক্সন চৌধুরী সমর্থকরাও যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বাজারে পৃথক মিছিল বের করে। এক পর্যায়ে শরীফাবাদ বাজারে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের কয়েক শত লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে অংশ নেয়। সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি হওয়া ৮ জনের মধ্যে ৭ জন আওয়ামী লীগ সমর্থক। অন্য একজন স্বতন্ত্র সাংসদ সমর্থক।
×