ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে নিহতের ঘটনায় ৪জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৪:২১, ২৫ অক্টোবর ২০১৭

নারায়ণগঞ্জে নিহতের ঘটনায় ৪জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা বাজার এলাকায় দেয়াল চাপা পড়ে একই পরিবারের তিন শিশুসহ চার জনের মৃত্যুর ঘটনায় জমির মালিক চাঁন মিয়াসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ফতুল্লা মডেল থানার এসআই দিদারুল আলম বাদী হয়ে হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলো- জমির মালিক চাঁন মিয়া, ঠিকাদার ইসমাঈল হোসেন, সার্বিক তত্ত্বাবধায়ক হাজী আব্দুল মালেক ও গুদাম তৈরীকারক রফিকুল ইসলাম। মামলার বাদী এজাহারে অভিযোগ করেন, সদর উপজেলার ফতুল্লার পাগলার নিউ মডেল শান্তি নিবাস এলাকায় গত সোমবার সকালে অবহেলা জণিতকারণ ওই জমির মালিক চাঁন মিয়াসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামীরা দেয়াল ভাঙ্গার সময় যে জন নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়ার দরকার ছিল তা তারা করেনি। তাদের অবহেলা জণিত কারণে তিন শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, নিহতের পরিবার লাশ দাফন শেষ করে এখনো বুধবার সন্ধ্যা পর্যন্ত ফেরেনি। ঘটনার তিন দিন বাহিত হতে চললেও তারা না ফিরে আসায় আইনী বাধ্যবাধকতার কারণ এবং নিহতের পরিবারের সাথে আলোচনা করে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত ২৩ অক্টোবর সোমবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা বাজার এলাকায় নিউ মডেল শান্তি নিবাস এলাকায় জনৈক চাঁন মিয়া গুদামের দেয়াল ভাঙ্গার সময় দেয়াল চাপা পড়ে ট্রাক শ্রমিক সাইফুল ইসলামের তিন মেয়ে লামিয়া (১২), লাবনী (১২) ও লিমা (৩)সহ চারজন নিহত হয়। এ ঘটনায় ২ জন আহত হয়।
×