ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দূষণজনিত রোগে মৃত্যুর শীর্ষে বাংলাদেশ

প্রকাশিত: ০৪:৪৩, ২১ অক্টোবর ২০১৭

দূষণজনিত রোগে মৃত্যুর শীর্ষে বাংলাদেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ ২০১৫ সালে বিশ্বব্যাপী দূষণজনিত রোগে কমপক্ষে ৯০ লাখ লোক মারা যায়। আর এই মৃত্যু হয়েছে বেশিরভাগ নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে। এ সময় দূষণ থেকে সবচেয়ে বেশি লোক মারা গেছে বাংলাদেশে। এরপর রয়েছে আফ্রিকার দেশ সোমালিয়ার অবস্থান। ওদিকে একই কারণে সবচেয়ে কম লোক মারা যায় ব্রুনাই ও সুইডেনে। যুক্তরাজ্যভিত্তিক চিকিৎসাবিষয়ক গবেষণা সাময়িকী ‘দ্য ল্যানসেট সম্প্রতি এই প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, দূষণের ক্ষেত্রে সবচেয়ে বড় ধরনের প্রভাব ফেলেছে বায়ু দূষণ। কারণ বায়ু দূষণে দুই তৃতীয়াংশ লোক মারা যায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দূষণজনিত মৃত্যুর বেশিরভাগ হয়েছে দূষণের কারণে সংক্রামক নয় এমনসব রোগে। আর এসব রোগের মধ্যে হৃদরোগ, স্ট্রোক এবং ফুসফুসের ক্যান্সার রয়েছে। দূষণের চ্যালেঞ্জ পরিবেশগত চ্যালেঞ্জের থেকেও বেশি। দূষণ জনস্বাস্থ্যের নানা দিকের ওপর ব্যাপক প্রভাব ফেলছে বলে এই গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানী, প্রফেসর ফিলিপ ল্যান্ড্রিগান বলেছেন। ফিলিপ ল্যান্ড্রিগান মূলত নিউইয়র্কের মাউন্ট সিনাইর ইকান স্কুল অফ মেডিসিনে কাজ করেন। গবেষণায় উঠে এসেছে, বায়ু দূষণের ফলে অকালে প্রাণ হারাচ্ছে ৬৫ লাখ মানুষ। এর মধ্যে রয়েছে বাইরে থেকে আসা দূষণ যেমন গ্যাস, বাতাসে দূষণ-কণা এবং ঘরের ভেতর কাঠ ও কাঠকয়লা জ্বালানোর ধোঁয়া। এরপর যেটি সবেচেয়ে বেশি ঝুঁকি সৃষ্টি করছে সেটি পানি দূষণ। এই পানি দূষণ থেকে মৃত্যু হয়েছে ১৮ লাখ মানুষের। এছাড়াও একই সময়ে বিশ্বব্যাপী কর্মক্ষেত্রে দূষণ থেকে মারা যায় ৮ লাখ মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলোতে। দূষণের একটা ব্যাপক প্রভাব পড়েছে দ্রুত অর্থনৈতিক উনয়ন ঘটছে যেসব দেশে। এ তালিকায় ভারত ও চীনের নাম রয়েছে। তালিকায় ভারতের অবস্থান পঞ্চম ও চীনের অবস্থান ১৬তম। বাংলাদেশে পানি দূষণের অন্যতম প্রধান কারণ আর্সেনিক। দেশটির প্রায় পাঁচ কোটি ৭০ লাখ মানুষ যে পানি ব্যবহার করে সেখানে আর্সেনিকের মাত্রা প্রতি লিটারে ৫০ মাইক্রোগ্রাম। যেখানে ডব্লিউএইচও নির্ধারিত সর্বোচ্চ সহনীয় মাত্রা প্রতি লিটার ১০ মাইক্রোগ্রাম। ১৮৮ দেশের ওপর দুই বছর ধরে গবেষণার পর প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রতিবছর প্রায় এক লাখ ৫৫ হাজার মানুষ দূষণজনিত কারণে মারা যায়।
×