ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার প্রতিটি কাজ চ্যালেঞ্জের মুখে বাস্তবায়ন করছে ॥ নাহিদ

প্রকাশিত: ০৫:৩৫, ২০ অক্টোবর ২০১৭

সরকার প্রতিটি কাজ চ্যালেঞ্জের মুখে বাস্তবায়ন করছে ॥ নাহিদ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিগত বিএনপি-জামায়াত সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তারা দুর্নীতির মাধ্যমে বিদেশের ব্যাংকে টাকা পাঠিয়েছিল আর দুর্নীতি দমন কমিশন তা খুঁজে খুঁজে বের করছে এবং বিদেশ থেকে তা ফেরত আনছে। বিগত সরকারগুলো দেশে লুটপাট চালিয়ে দেশের অবস্থা শেষ করে দিয়েছে। মহাজোট সরকার ক্ষমতায় এসে প্রতিটি কাজ চ্যালেঞ্জের মুখে বাস্তবায়ন করছে। শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে আরও শক্তিশালী ও সুশৃঙ্খল হওয়া এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের সকল মতানৈক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত, উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার যে শপথ গ্রহণ করেছিলেন, আজ তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সেই লক্ষ্য অর্জন ও সাফল্যের পথে এগিয়ে চলছে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মাথিউরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও জেলা ছাত্রলীগ নেতা আমান উদ্দীনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, সাধারণ সম্পাদক আতাউর রহমান খান প্রমুখ।
×