ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেবাচিমের ল্যাসিক মেশিন বিকল ॥ চিকিৎসা বঞ্চিত রোগী

প্রকাশিত: ০৫:১২, ১৯ অক্টোবর ২০১৭

শেবাচিমের ল্যাসিক মেশিন বিকল ॥ চিকিৎসা বঞ্চিত রোগী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রায় সাড়ে তিন মাস ধরে বিকল হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পরে রয়েছে অত্যাধুনিক ল্যাসিক মেশিনটি। ১২ কোটি টাকার এই আত্যাধুনিক মেশিন থাকার পরেও সেবা পাচ্ছে না দক্ষিণাঞ্চলের চক্ষু রোগীরা। শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষ মেশিনটি মেরামতের জন্য একাধিকবার সংশ্লিষ্ট দফতরে চিঠি দিয়েও কোন সমাধান করতে পারছে না। সেন্টাল মেডিক্যাল স্টোর ডিপার্টমেন্ট (সিএমএসডি) সূত্রে জানা গেছে, দেশের টেকনিশিয়ানরা এ মেশিনটি মেরামতে সক্ষম নয়। যে কারণে সিঙ্গাপুর থেকে চলতি মাসে টেকনিক্যাল পারসন নিয়ে এসে মেশিনটি মেরামত করতে উদ্যোগ নেয়া হবে। জানা গেছে, ২০১৪ সালে ১২ কোটি টাকা ব্যয়ে সিএমএসডি থেকে শেবাচিম হাসপাতালে মেশিনটি সরবরাহ করা হয়। এ মেশিন থেকে ল্যাসিক করানোর ফলে রোগীকে আর চশমা ব্যবহারের প্রয়োজন হয় না। সূত্রে আরও জানা গেছে, শুরুতে দক্ষ জনবলের অভাবে এ মেশিনটি চালু করা যাচ্ছিল না। পরবর্তীতে ২০১৫ সালে বিদেশ থেকে কয়েকজন টেকনিক্যাল পারসন এনে মেশিনটি চালু করা হয়। ওই সময় হাসপাতালের ল্যাসিক মেশিনের কর্মকর্তা ও কর্মচারীদের এ বিষয়ে হাতে কলমে শিক্ষা দেন ওই টেকনিক্যাল পারসনরা। এরইমধ্যে চলতি বছরের এপ্রিল মাসে অত্যাধুনিক মেশিনটির যন্ত্রাংশে ত্রুটি দেখা দেয়ার পর থেকে বিকল হয়ে পরে। যে কারণে ঢাকা সেন্টাল মেডিক্যাল স্টোর ডিপার্টমেন্ট থেকে টেকনিশিয়ান এনে মেশিনটি মেরামত করা হয়। পরবর্তী দুই মাসের মধ্যে ফের মেশিনটি বিকল হয়ে পরে। এরপর দফায় দফায় চিঠি চালাচালি করেও মেশিনটি মেরামত করতে পারেনি শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষ। শেবাচিমের আইটি বিভাগের ইনচার্জ পরিতোষ কুমার জানান, পার্সে সমস্যা দেখা দেয়ায় প্রায় তিন মাস ধরে ল্যাসিক মেশিনটি বিকল হয়ে পড়ে রয়েছে। ২৭ শিক্ষার্থী পেল ইস্টার্ন ভার্সিটি শিক্ষাবৃত্তি ইস্টার্র্ন ইউনিভার্সিটি (ইইউ) প্রতিবছরের মতো এবারও ২০১৬ সালের ২৭ কৃতী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি দিয়েছে সোমবার। মেধাবী শিক্ষার্থীদের মাঝে নিজস্ব তহবিল থেকে এই অর্থ দিয়ে থাকেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যগণ। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ইস্টার্র্ন ইউনিভার্সিটি ৪০ কোটিরও অধিক টাকা শিক্ষাবৃত্তি এবং আর্থিক সাহায্য প্রদান করেছে। ইইউর উপাচার্য অধ্যাপক ড. আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফজলে রশীদ।সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ আলী আজ্জম, পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার, শিক্ষার্থী, অভিভাবক প্রমুখ। -বিজ্ঞপ্তি
×