ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সিনহার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ সরকারের সাজানো রূপকথার গল্প ॥ রিজভী

প্রকাশিত: ০৫:৩৪, ১৭ অক্টোবর ২০১৭

সিনহার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ সরকারের সাজানো রূপকথার গল্প ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে সরকারের সাজানো রূপকথার গল্প হিসেবে উল্লেখ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধান বিচারপতির বিরুদ্ধে সরকারের সাজানো নাটকের শেষ নেই। ছুটিতে অষ্ট্রেলিয়া যাওয়ার পর হঠাৎ করেই তার বিরুদ্ধে দুর্নীতি অর্থ পাচার, নৈতিক স্খলনসহ ১১ অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। বলেন, প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগগুলো একেবারে পাতালপুরী থেকে নিয়ে আসা রূপকথার গল্প ছাড়া অন্যকিছু না। জোর করে সন্ত্রাসী কায়দায় জালিয়াতির মাধ্যমে তাকে ছুটিতে পাঠিয়ে দেশ ছাড়তে বাধ্য করার পর এখন চূড়ান্ত পদক্ষেপ পদত্যাগ করাতেই হঠাৎ এসব অভিযোগ তোলা হয়েছে বলে জনগণ বিশ্বাস করে। রাষ্ট্রপতি যদি প্রধান বিচারপতির বিরুদ্ধে এত অভিযোগ পেয়েই থাকেন তাহলে তিনি সংবিধানের ৯৬ অনুচ্ছেদ প্রয়োগ করলেন না কেন সেই প্রশ্নই এখন আইনী অঙ্গনে ঘুরপাক খাচ্ছে। তিনি বলেন, সুপ্রীমকোর্টের বিবৃতিতে জানানো হয়েছে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে আপীল বিভাগের অন্য বিচারপতিদের ডেকে নিয়ে রাষ্ট্রপতি বৈঠক করেছেন এবং তাদের বুঝিয়েছেন। দেশের সংবিধান বিশেষজ্ঞরাও বলছেন, এটা সংবিধানে নেই। প্রধান বিচারপতিকে বাদ দিয়ে আপীল বিভাগের অন্য বিচারপতিদের নিয়ে বৈঠক করে রাষ্ট্রপতিও সংবিধান লঙ্ঘন করেছেন। প্রধান বিচারপতি ছুটিতে যাওয়ার পর সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ ১০ কর্মকর্তাকে বদলির আদেশ সংক্রান্ত আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনকে বেআইনী উল্লেখ করেন রিজভী। বিচার বিভাগের সর্বোচ্চ মর্যাদার আসনটিকে এভাবে কালিমালিপ্ত করার ঘটনা ইতিহাসে আর কখনও ঘটেনি। জনগণ কোনটি বিশ্বাস করবে? তাকে ছুটি দিয়ে বিদেশ পাঠানো? ক্যান্সার রোগজনিত অসুস্থতা নাকি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ?’
×