ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জিততে মরিয়া আজ বাংলাদেশ

প্রকাশিত: ০৪:৪৩, ১৫ অক্টোবর ২০১৭

জিততে মরিয়া আজ বাংলাদেশ

রুমেল খান ॥ টানা দুই ম্যাচে হারার ধাক্কা সামলে আজ জয় কুড়াতে মরিয়া হয়ে আছে বাংলাদেশ জাতীয় হকি দল। এশিয়া কাপ হকিতে আজ তারা নিজেদের তৃতীয় ও শেষ গ্রুপ (‘এ’) ম্যাচে মোকাবেলা করবে জাপানকে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের নীল টার্ফে ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। একই ভেন্যুতে বিকেল সাড়ে ৫টায় অপর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। এদিকে শনিবার ‘বি’ গ্রুপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে চীন ওমানকে ২-১ গোলে এবং দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়া একই ব্যবধানে আসরের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারায়। এই জয়ে গ্রুপ ‘বি’ থেকে সবার আগে সুপার ফোরে নাম লিখিয়েছে মালয়েশিয়া। ২ ম্যাচের প্রতিটিতেই জিতে তাদের পয়েন্ট ৬। ফলে ‘বি’ গ্রুপের শীর্ষস্থানেই আছে তারা। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ কোরিয়া। দ্বিতীয় স্থানে থাকলেও সুপার ফোরে যাবার এবং গ্রুপসেরা হবার সুযোগ এখনও আছে তাদের। সেক্ষেত্রে শেষ ম্যাচে মালয়েশিয়াকে হারতে হবে ওমানের কাছে, আর চীনকে বেশি গোল ব্যবধানে হারাতে হবে কোরিয়াকে। এদিকে ২ ম্যাচে ১ জয়ে চীনের পয়েন্ট ৩। পক্ষান্তরে সমান ম্যাচের প্রতিটিতেই হেরে পয়েন্টশূন্য ওমান। ফলে সুপার ফোরে তাদের নাম লেখানোর স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। তবে সুপার ফোরে যাবার আশা জিইয়ে রেখেছে চীন। চলমান এশিয়া কাপ হকিতে তারা নিজেদের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও ভারতের কাছে যথাক্রমে ০-৭ গোলে পরাভূত হয় বাংলাদেশ। এই দুই হারে ইতোমধ্যেই সুপার ফোরে যাবার আশা বিলীন হয়ে গেছে মাহবুব হারুনের শিষ্যদের। এখন তাদের খেলতে হবে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে। যদি তারা বিশ্বকাপ হকির বাছাইপর্বের খেলার যোগ্যতা অর্জন করতে চায় সেক্ষেত্রে তাদের এই আসরে কমপক্ষে দুটি ম্যাচে জিততেই হবে। সেই দুই ম্যাচের একটিতে জেতার লক্ষ্যে আজ তারা মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের নীল টার্ফে নামবে। প্রতিপক্ষ জাপান। টুর্নামেন্ট শুরুর আগে সপ্তদশ র‌্যাঙ্কিংধারী জাপানের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ৩৪ নম্বর র‌্যাঙ্কিংধারী বাংলাদেশ। ৪০ মিনিটের এই ম্যাচে দূরপ্রাচ্যের সূর্যোদয়ের দেশ জাপানকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচের ফল থেকে আজকের ম্যাচের জন্য জেতার প্রেরণা খুঁজতে পারে জিমিবাহিনী। এদিকে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে হকিপ্রেমীদের মাঝে বিরাজ করছে বাড়তি রোমাঞ্চ। বিশ্ব হকির র‌্যাঙ্কিংয়ে ভারত ষষ্ঠ, পাকিস্তান চতুর্দশ স্থানে। তবে এশিয়া কাপ হকিতে শিরোপা জেতার ক্ষেত্রে এগিয়ে পাকিস্তান। তারা জিতেছে তিনবার। ভারত দু’বার। ট্রফি জেতায় এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ের হেড টু হেড পরিসংখ্যানে এগিয়ে ভারতই। সর্বশেষ দুই ম্যাচের প্রতিটিতেই জিতেছে তারা। কিন্তু এশিয়া কাপের পরিসংখ্যানে আবার পাকিস্তান দুর্বার। বিশেষ করে ঢাকার মাঠ তো তাদের জন্য ‘পয়মন্ত।’ বাংলাদেশের মাটিতে আগের দু’বার ১৯৮৫ এশিয়া কাপ ও ২০১০ সালে ঢাকায় এসএ গেমসে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। এছাড়া সার্বিকভাবে এশিয়া কাপের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ইরফানরাই। ছয়বারের সাক্ষাতে পাকিস্তানের জয় পাঁচ ম্যাচেই। আর গত বছর গৌহাটিতে এসএ গেমসে ভারতকে হারিয়ে স্বর্ণ জিতেছিল পাকিস্তান। সেই জয়ই আজ পাকিস্তানের জন্য বড় অনুপ্রেরণার উৎস। চলমান আসরে গ্রুপ ‘এ’ থেকে টানা দুই জয়ে সুপার ফোর নিশ্চিত করেছে ভারত। ঝুলে আছে পাকিস্তানের ভাগ্য। ভারতের কাছে হেরে গেলে আর জাপান যদি বড় ব্যবধানে বাংলাদেশকে হারায় তাহলে সুপার ফোরের আগে বিদায় হতে পারে পাকিস্তান।
×