ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রুশ অস্ত্রের প্রথম চালান যাচ্ছে ফিলিপিন্সে

প্রকাশিত: ০৩:১৯, ১৪ অক্টোবর ২০১৭

রুশ অস্ত্রের প্রথম চালান যাচ্ছে ফিলিপিন্সে

ফিলিপিন্সের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে বলেছেন, রাশিয়া তার দেশকে পাঁচ হাজার কালাশনিকভ রাইফেল দেবে। মার্কিন মিত্র হিসেবে পরিচিত দেশটিতে এই প্রথম রুশ অস্ত্রের চালান যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ডেইলি মেইল। দুতের্তে বলেন, জাহাজযোগে এসব রাইফেল শীঘ্রই ফিলিপিন্সে পৌঁছবে। এর আগে ঐতিহ্যগতভাবে ফিলিপিন্সের প্রধান অস্ত্র সরবরাহকারী ছিল যুক্তরাষ্ট্র। গত মে মাসে দুতের্তে সংক্ষিপ্ত মস্কো সফর করেন। ওয়াশিংটনের কাছে থেকে সরে আসার প্রচেষ্টা হিসেবে এ সফর করেন বলে ধারণা করা হয়। এ সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, মস্কো সফরের অংশ হিসেবে এসব অস্ত্র ফিলিপিন্সে পৌঁছবে। রাজধানী ম্যানিলার কাছে সেনা ও পুলিশ সমাবেশে তিনি এসব কথা বলেন। এদিকে, ম্যানিলার রুশ দূতাবাস তার এ ঘোষণার বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। অবশ্য এর আগে যুক্তরাষ্ট্র থেকে সেকেন্ডহ্যান্ড অস্ত্র কেনা বন্ধ করে দেবে বলে ঘোষণা করেছিলেন দুতের্তে। জুন মাসে মিন্দানাও দ্বীপের এক সামরিক ঘাঁটিতে দেয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। অস্ত্র কিনতে দ্বিগুণ অর্থ ব্যয়ে ফিলিপিন্স রাজি। তিনি আরও বলেছিলেন, তার দেশ চীন কিংবা রাশিয়া থেকে নতুন বিমান, নৌযান, ড্রোন ও রাইফেল কেনার চিন্তাভাবনা করছে।
×