ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে বরইতলা গণহত্যা দিবস আজ

প্রকাশিত: ০৪:৩৩, ১৩ অক্টোবর ২০১৭

কিশোরগঞ্জে বরইতলা গণহত্যা দিবস আজ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১২ অক্টোবর ॥ ১৩ অক্টোবর কিশোরগঞ্জের বরইতলা গণহত্যা দিবস। একাত্তরের এই দিনে মুক্তিযুদ্ধের ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত, কাপুরুষোচিত ও নৃশংস নারকীয় হত্যাযজ্ঞটি সংঘটিত হয়েছিল সদর উপজেলার যশোদলের বরইতলায়। এখানে ৩শ’ ৬৫ জন মুক্তিকামী নিরস্ত্র মানুষকে নৃশংসভাবে হত্যা করে পাকিস্তানী হানাদার বাহিনী। সেদিনের বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়েছিল বরইতলাসহ আশপাশের কয়েকটি গ্রামের নিরপরাধ মানুষ। সৌভাগ্যক্রমে এখনও বেঁচে আছেন অনেকে। অনেকে আজও বয়ে বেড়াচ্ছেন নৃশংস নির্যাতনের চিহ্ন। কেউ কেউ দুঃসময়ের স্মৃতি নিয়ে আহত ও পঙ্গুত্বের বোঝা বয়ে বেড়াচ্ছেন আজও। তাদের খবর রাখে না কেউ। এখনও মিলেনি শহীদ পরিবারের মর্যাদা। জানা গেছে, জেলা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে নিকলী-কিশোরগঞ্জ সড়কের যশোদলের বরইতলায় পাক হানাদার বাহিনী দেশীয় তাঁবেদারদের সহায়তায় নিরীহ বাঙালীর ওপর হামলা চালায়। স্বাধীনতার পর ওই এলাকাটির নাম রাখা হয়েছে শহীদনগর। মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের গ্রামের বাড়ির অংশ হওয়ায় পাক হানাদার ও তাদের দোসরদের ওই এলাকা বিশেষ টার্গেট ছিল।
×