ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউএনও’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ০৫:০৫, ১১ অক্টোবর ২০১৭

ইউএনও’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১০ অক্টোবর ॥ মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেলুল কাদেরের বিরুদ্ধে এলজিএসপিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে ১০% কমিশন আদায়, বিভিন্ন ইউপির চেয়ারম্যান ও মেম্বারসহ প্রকল্প প্রধানদের নিকট থেকে কমিশন না পেয়ে হয়রানি এবং নানা-অনিয়ম দুর্র্নীতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে ভুক্তভোগীদের পক্ষে ওই উপজেলার ৫ ইউপির চেয়ারম্যান ও দুই ইউপির সদস্যরা সংবাদ সম্মেলন করে ইউএনও’র বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরেন। এসময় তারা অবিলম্বে ইউএনও’র প্রত্যাহারসহ তার বিরুদ্ধে তদন্তের দাবি জানান। লিখিত বক্তব্যে চেয়ারম্যানরা অভিযোগ করেন, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেলুল কাদের এডিবি, এলজিএসপি প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রধানদের নিকট থেকে কমিশন দাবি করেন। যেসব চেয়ারম্যান ও প্রকল্প প্রধানরা তাকে নির্ধারিত হারে কমিশন দিতে অস্বীকৃতি জানায় তাদেরকে নানাভাবে হয়রানি করা হয়। উপজেলার শ্রীকাইল ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, এ অসাধু কর্মকর্তার অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যে আমরা অতিষ্ঠ, ১০% কমিশন না পেলে তিনি কোন ফাইলে স্বাক্ষর করেন না। চাপিতলা ইউপি চেয়ারম্যান মোঃ কাইয়ুম ভূঁইয়া বলেন, ইউএনও’র বিরুদ্ধে উপজেলার বিভিন্ন সভায় অভিযোগ তুলে ধরা হলেও তিনি তাতে কর্ণপাত করেন না। ওই কর্মকর্তার বিরুদ্ধে জনপ্রতিনিধিদের সঙ্গে খারাপ আচরণ, বিলের চেকে স্বাক্ষরের আগে কমিশন আদায়, মাছের পোনা অবমুক্তকরণ প্রকল্পে অনিয়মের অভিযোগও তুলে ধরা হয়। চাপিতলা ইউপি চেয়ারম্যান মোঃ কাইয়ুম ভূঁইয়া ও আকবপুর ইউপি চেয়ারম্যান বাবুল আহাম্মেদ জানান, ইউএনও’র ঘুষ দাবির কারণে আমরা সঠিকভাবে কোন প্রকল্পের কাজ শেষ করতে পারি না। তবে চেয়ারম্যান-মেম্বারদের এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউএনও রাসেলুল কাদের বলেন, এসব অভিযোগ সঠিক নয়। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ইউপি চেয়ারম্যানরা সম্পূর্ণ কাজ না করেই বিল উত্তোলন করতে চায়, এতে কাজের গুণমতমান যাচাই করার কারণে আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালানো হচ্ছে। কমিশন দাবি করার বিষয়টিও সত্য নয় বলে তিনি দাবি করেন।
×