ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্লু হোয়েল গেম

বিটিআরসিসহ আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্তের নির্দেশ

প্রকাশিত: ০৫:২৯, ১০ অক্টোবর ২০১৭

বিটিআরসিসহ আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্তের নির্দেশ

বিশেষ প্রতিনিধি ॥ আত্মহত্যায় প্ররোচিত করা গেম ‘ব্লু হোয়েল’র বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিষয়টা আমার কাছেও নতুন। আমি পত্রিকায় পড়েছি। যেখানে, যারা (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) কাজ করবে তাদের কাছে পাঠিয়ে দিয়েছি। বিষয়টা অনুসন্ধান করে রিপোর্ট করার জন্য বলেছি। গণমাধ্যমে রিপোর্ট প্রকাশ হয়েছে, বাংলাদেশে ডেথ গেম ‘ব্লু হোয়েলে’র মাধ্যমে ৬১ ব্যক্তি আত্মহত্যা করেছেন। এ বিষয়ে কী তথ্য আছে এবং কতটা তৎপর সরকার? সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি নতুন আইটেম। গেমটার বিষয়ে দেশে যে ভয়াবহতার কথা বলা হচ্ছে, আত্মহত্যার কথা বলা হচ্ছে, এনকোয়ারি হয়ে আসুক, তারপর আমরা দেখব। পত্রিকায় যেভাবে এসেছে সেটা হলেও এটা তো আসলেই ভয়াবহ। তথ্য না জেনে আমরা পরিষ্কার কিছু বলতে পারব না। ‘ব্লু হোয়েল গেমের’ এ্যাপটি আপনারা বিটিআরসি বা কাউকে বন্ধ করতে বলবেন কিনা- এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, সেটা তো বলবই।
×