ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাধারণ মানুষের কথা চিন্তা করে ওষুধের দাম কমান ॥ নাসিম

প্রকাশিত: ০৮:১৪, ৯ অক্টোবর ২০১৭

সাধারণ মানুষের কথা চিন্তা করে ওষুধের দাম কমান ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম দেশের সাধারণ মানুষের কথা বিবেচনা করে ওষুধের মূল্য কমানোর জন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোর অসাধারণ সাফল্য রয়েছে। কিন্তু এর দাম তুলনামূলক অনেক বেশি। তাই ওষুধ কোম্পানির মালিকদের বলব আপনারা ওষুধের দাম কমান। কারণ আমাদের দেশের অধিকাংশ মানুষ গরিব ও মধ্যবিত্ত। বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে রবিবার আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। রাজধানীর মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এই সেমিনারের আয়োজন করে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের ওষুধের গুণগতমান ভাল। তাই এখন ভারত, শ্রীলঙ্কা, জার্মানি, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, ডেনমার্কসহ ১৪০টিরও বেশি দেশে বাংলাদেশ ওষুধ রফতানি করছে। এক সময় দেশের প্রয়োজনে বাংলাদেশ অধিকাংশ ওষুধ আমদানি করত। কিন্তু গত দুই দশকে এই পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানবতার নেত্রী’ উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনার যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বের কারণেই জাতিসংঘ রোহিঙ্গাদের সম্মানজনকভাবে মিয়ানমারে ফেরাতে তৎপর হয়েছে। মিয়ানমার চাপে পড়েছে, সে কারণেই তাদের (মিয়ানমার) মন্ত্রী ঢাকায় এসে রোহিঙ্গাদের ফেরানোর কথা বলতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, মিয়ানমার সরকার নিজেদের জনগণকে হত্যা করছে। অন্যদিকে শেখ হাসিনার মতো একজন সাহসী নেত্রী থাকায় আমরা গর্বিত, যিনি তাঁর জনগণকে সঙ্গে নিয়ে অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছেন। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে, খাদ্য ও স্বাস্থ্যসেবা দিয়ে সারাবিশ্বে প্রশংসিত হয়েছেন। কিন্তু তার মানে আমরা তো তাদের সারাজীবন থাকতে দিতে পারি না। তাই রোহিঙ্গাদের মিয়ানমার সরকারকে ফেরত নিতেই হবে।
×