ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে দুই বস্তিতে চসিকের উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ০৫:৩৯, ৯ অক্টোবর ২০১৭

চট্টগ্রামে দুই বস্তিতে চসিকের উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর আগ্রাবাদ এলাকায় দুটি বস্তিতে রবিবার উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিনের নেতৃত্বে সকালে এ অভিযান পরিচালিত হয়। এতে উদ্ধার হয় বেদখল হয়ে যাওয়া ভূ-সম্পত্তি। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, অভিযানে জাম্বুরী মাঠের পাশে বাস্তুহারা বস্তি এবং খালেক কলোনি থেকে উচ্ছেদ হয় অনেকগুলো অবৈধ স্থাপনা। কর্পোরেশনের কাছে হস্তান্তর করা জমিতে অবৈধভাবে গড়ে উঠেছিল কাঁচাপাকা অর্ধ সহস্রাধিক ঘর। বার বার নোটিস দেয়া সত্ত্বেও স্থাপনাগুলো সরিয়ে নেয়া হচ্ছিল না। অতপর কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত রবিবার সকাল দশটার দিকে অভিযান শুরু করে। অভিযানে ব্যবহৃত হয় স্কেভেটর, ডাম্পট্রাকসহ ৫২টি সরঞ্জাম। এক লাখ ইয়াবাসহ গ্রেফতার ৩ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশিতে উদ্ধার হয়েছে ১ লাখ ইয়াবা। গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। রবিবার ভোর রাতে এ অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি টিম। র‌্যাব সূত্রে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় রিলাক্স পরিবহন নামের একটি বাসে। তল্লাশি চালিয়ে এতে পাওয়া যায় ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট। এগুলো কক্সবাজার থেকে নিয়ে আসা হয়েছিল। ইয়াবা বহনের দায়ে গ্রেফতার করা হয়েছে রনি, সোহেল এবং আষাঢ় নামের তিনজনকে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট এবং আটকদের চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়েছে। স্কুল গেটের সামনে গ্যাস লাইনে আগুন স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গ্যাস লাইন থেকে অগ্নিকা-ের ঘটনায় রবিবার সকালে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দেয়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিস তা নিভিয়ে ফেলায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে স্কুলের শিক্ষার্থী ও আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান। আগুনের কারণে সৃষ্ট আতঙ্কে স্কুল কর্তৃপক্ষ প্রভাতী শাখার শিক্ষা ও নির্ধারিত পরীক্ষা বন্ধ করে দেন। পরে এ পরীক্ষাগুলো নেয়া হবে স্কুল থেকে জানান হয়েছে। তবে দিবা শাখার পাঠদান চলেছে বলে স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন।
×