ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রীনগরে বিএসএফ ক্যাম্পে হামলায় নিহত ৪

প্রকাশিত: ০৬:০০, ৪ অক্টোবর ২০১৭

শ্রীনগরে বিএসএফ ক্যাম্পে হামলায় নিহত ৪

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের রাজধানী শ্রীনগরের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের একটি ক্যাম্পে ব্যাপক অস্ত্রসজ্জিত আত্মঘাতী দল হামলা চালিয়েছে। মঙ্গলবার ভোরে চালানো এ হামলায় এক ভারতীয় সৈন্য নিহত এবং সৈন্যদের পাল্টা গুলিতে তিন হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। পাহাড়ের ওপর বিএসএফের ওই ক্যাম্পটিতে আরও কয়েকজন হামলাকারী লুকিয়ে থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি চালিয়ে যাচ্ছে। বিএসএফের ক্যাম্পটির দেয়ালের অপর পাশেই ভারতীয় বিমান বাহিনীর একটি স্টেশন আছে। পাকিস্তানভিত্তিক জঙ্গীগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের আফজাল গুরু স্কোয়াড এ হামলার দায় স্বীকার করেছে বলে এনডিটিভি জানিয়েছে। স্থানীয় সময় ভোর পৌনে চারটার দিকে সামরিক পরিচ্ছদে সজ্জিত চার বা পাঁচজন হামলাকারীর একটি দল চার স্তরের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বিএসএফের ১৮২ ব্যাটালিয়নের ক্যাম্পটিতে ঢুকে পড়ে। এ সময় তারা নির্বিচার গুলিবর্ষণের পাশাপাশি গ্রেনেড নিক্ষেপ করে।
×