ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভিসি অপসারণসহ দাবিতে সাউথইস্ট ভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৭:৫৪, ৩ অক্টোবর ২০১৭

ভিসি অপসারণসহ দাবিতে সাউথইস্ট ভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ ভারপ্রাপ্ত উপাচার্যের অপসারণ, চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহাল এবং প্রতিশ্রুতি দেয়া সুযোগ-সুবিধা বাস্তবায়নের দাবিতে সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সোমবার দিনভর বিক্ষোভ করেছে। প্রতিষ্ঠানটির বনানী ক্যাম্পাসে তিন দফা দাবিতে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েও বিক্ষোভ মিছিল করে। শিক্ষার্থীদের পক্ষে বিবিএ’র চতুর্থ বর্ষের ছাত্র শাহরিয়ার রাজু বলেন, ভারপ্রাপ্ত উপাচার্য এএনএম মেশকাত উদ্দিনের পিএইচডি ডিগ্রী ভুয়া। তাছাড়া পদোন্নতি দিতে হবে এমন ১২ শিক্ষককে এক সপ্তাহের মধ্যে চাকরিচ্যুত করা হয়েছে। ফলে তাদের এখন গেস্ট টিচার দিয়ে ক্লাস করতে হয়। এ ছাড়া ভর্তির সময় শিক্ষার্থীদের যেসব সুযোগ-সুবিধার (ক্যানটিন, ওয়াইফাই, কম্পিউটার ল্যাব) কথা বলা হয়েছিল তা এখনও দেয়া হয়নি। তাই নয় মাস ধরে দায়িত্বে থাকা উপাচার্যের অপসারণ ও চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহাল এবং শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দেয়া সুযোগ-সুবিধা বাস্তবায়নের দাবিতে আন্দোলন চলছে। আন্দোলন চলাকালে দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব) ফখরুদ্দিন আহমেদ আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এসে তাদের প্রতিশ্রুতি দেয়া সব সুযোগ-সুবিধার দাবি এক মাসের মধ্য বাস্তবায়নের আশ্বাস দেন। এ সময় শিক্ষার্থীরা হাততালি দিয়ে স্বাগত জানান। তবে অন্য দুই দাবিতেও তারা অনড়।
×