ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দলীয় নেতার বিরুদ্ধে শার্শা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৪:১৭, ৩ অক্টোবর ২০১৭

দলীয় নেতার বিরুদ্ধে শার্শা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ আওয়ামী লীগ নেতা ইবাদত আলী হত্যাকা-ের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের জড়িয়ে চার্জশীট দেয়ার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শার্শা উপজেলা আওয়ামী লীগ। সম্মেলনে এ ঘটনায় জড়িত কোন ব্যক্তির নাম উল্লেখ না করে নেতারা এক আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিকে ইঙ্গিত করেছেন। সোমবার বেলা ১১টায় যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান। তিনি বলেন, বেনাপোল পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মোঃ ইবাদত আলীকে ২০১৪ সালের ৪ এপ্রিল সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে অপহরণ করে। অপহরণকারীরা তাকে একটি চলন্ত গাড়ি থেকে ফেলে দেয়। এ ঘটনায় ইবাদত আহত হলে তাকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানে একদিন চিকিৎসা দেয়ার পর বেনাপোলের এক উঠতি আওয়ামী লীগ নেতা ও কথিত জনপ্রতিনিধির পরামর্শে উন্নত চিকিৎসার কথা বলে তাকে ঢাকার মোহাম্মদপুরে একটি অখ্যাত বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ১৭ দিন চিকিৎসা দেয়ার পর তার মৃত্যু হয়। চিকিৎসা চলাকালে স্থানীয় দলীয় নেতাদের বলা হয়, ইবাদত সুস্থ আছেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ওই হত্যার সঙ্গে ‘কথিত ওই জনপ্রতিনিধি’ সরাসরি জড়িত। পরবর্তীতে কথিত ওই জনপ্রতিনিধির পরামর্শে এবং নির্দেশে মৃত ইবাদত আলীর ভাই ওই বছরের ২৩ এপ্রিল অজ্ঞাত আসামিদের নামে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পৌর আওয়ামী লীগের সভাপতি ইনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক হাজী নাসির উদ্দীন, ইউনিয়ন সভাপতি তাহাজ্জেল হোসেন, স্থানীয় চেয়ারম্যান আলহাজ ফজলুর রহমান, চেয়ারম্যান সোহরাব হোসেন, আলহাজ সালেহ আহম্মেদ, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রহিম সরদার প্রমুখ।
×