ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

জকিগঞ্জ সরকারী স্কুলে ২৮ শিক্ষকের ২৪ পদই শূন্য ॥ পাঠদান ব্যাহত

প্রকাশিত: ০৬:২৭, ৩০ সেপ্টেম্বর ২০১৭

জকিগঞ্জ সরকারী স্কুলে ২৮ শিক্ষকের ২৪ পদই শূন্য ॥ পাঠদান ব্যাহত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শিক্ষক সঙ্কটের কারণে জকিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষকের অভাবে নিয়মিত ক্লাস না হওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়া নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন। বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকের ২৮টি পদের মধ্যে ২৪টি পদই শূন্য। ৪ শিক্ষকই চালাচ্ছেন ১০টি শাখার সাড়ে পাঁচ শ’ শিক্ষার্থীর পাঠদান। এতে শিক্ষকরা যেমন যথাযথ দায়িত্ব পালন করতে পারছেন না তেমনি শিক্ষার্থীরাও প্রয়োজনীয় শিক্ষা পাচ্ছে না। বিদ্যালয়ে উচ্চমান সহকারী ও নিম্নমানসহকারীর ২টি পদ শূন্য থাকায় শিক্ষকগণকেই অফিসের দাফতরিক কাজ করতে হয়। বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা সাড়ে ৫শ’। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রতিটি শ্রেণীতে ২টি করে শাখায় ১০টি ক্লাস চালাতে হয় শিক্ষকদের। ৪ শিক্ষকের পক্ষে ১০টি ক্লাস চালানো সম্ভব নয়। তাছাড়া দুটি শাখা একত্র করে গাদাগাদি করে বসিয়ে দায়সারা ক্লাস নেয়াতে শিক্ষার্থীদের পাঠ নিতে সমস্যা হচ্ছে। গুরুত্বপূর্ণ অনেক বিষয়ের শিক্ষক নেই। ফলে ভেঙ্গে পড়েছে পুরো পাঠদান ব্যবস্থা।
×