ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য আগামী ৬ মাসে প্রয়োজন ২০ কোটি ডলার ॥ ওয়াটকিন্স

প্রকাশিত: ০৫:১৪, ২৩ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গাদের জন্য আগামী ৬ মাসে প্রয়োজন ২০ কোটি ডলার ॥ ওয়াটকিন্স

কূটনৈতিক রিপোর্টার ॥ মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য আগামী ছয় মাসে ২০০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২০ কোটি ডলার বা এক হাজার ৬৪০ কোটি টাকার বেশি) প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার সংস্থাটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত ২৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা চার লাখ ২২ হাজার। যদিও বেসরকারী হিসেবে এই সংখ্যা সাড়ে পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। গত ৯ সেপ্টেম্বর জাতিসংঘ ৭৮ মিলিয়ন ডলারের (৭ কোটি ৮০ লাখ) অর্থ সহায়তা চায়। তখন লাখ খানেক রোহিঙ্গা এসেছিলেন। দিন দিন এই জনস্রোত বাড়ছে। তবে আগামী ছয় মাস বিপুল সংখ্যক এই রোহিঙ্গা জনগোষ্ঠীর খাদ্য ও সার্বিক সহায়তার জন্য এক হাজার ৬৪০ কোটি টাকারও বেশি প্রয়োজন হবে বলে জানিয়েছে জাতিসংঘ। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিন্স বলেছেন, বাংলাদেশে আসা রোহিঙ্গাদের জন্য আগামী ছয় মাসে অন্তত ২০০ মিলিয়ন ডলার প্রয়োজন। যদিও এটি চূড়ান্ত হিসেবে নয়, ধারণার ওপর ভিত্তি করে চাহিদা তালিকা তৈরি। প্রয়োজনে বাড়তে পারে বলেও আভাস দেন তিনি। এর আগে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি জানিয়েছিলেন, রোহিঙ্গাদের ত্রাণ সহায়তার জন্য জাতিসংঘের পক্ষ থেকে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে। এছাড়া রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা কার্যক্রমে জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা ও বাংলাদেশ সরকারের মধ্যে সমন্বয় রয়েছে। আমরা সবাই সমন্বয়ের মাধ্যমে চমৎকার কাজ করছি। রোহিঙ্গাদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে জাতিসংঘের হেডকোয়ার্টার ও ঢাকা অফিস কাজ করছে।
×