ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সঙ্কট ॥ জাতিসংঘ আবাসিক সমন্বয়কের মেয়াদ বাড়ল

প্রকাশিত: ০৬:১৩, ২০ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা সঙ্কট ॥ জাতিসংঘ আবাসিক সমন্বয়কের মেয়াদ বাড়ল

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা সঙ্কট চলমান থাকায় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াকিন্সের মেয়াদ এক মাস বেড়েছে। মিয়ানমারে দমনপীড়নের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ত্রাণ কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে নিতে ইউএনডিপি তার মেয়াদ বাড়িয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক হিসেবে কাজ করে আসা ওয়াকিন্সের আগামী ২৩ সেপ্টেম্বর ছাড়ার কথা ছিল। দমনপীড়নের মুখে গত ২৪ আগস্টের পর থেকে ইতোমধ্যে চার লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারে নাগরিকত্বের অধিকার বঞ্চিত এই জনগোষ্ঠীর জন্য ইতোমধ্যে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা ত্রাণ পাঠিয়েছে। মানবিক কারণে আশ্রয় দিলেও কূটনীতিক প্রক্রিয়ায় রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমার ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
×