ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রেলের অবকাঠামো উন্নয়নে যুক্তরাজ্য সহযোগিতা করতে আগ্রহী ॥ রুশনারা আলী

প্রকাশিত: ০৫:৩১, ১৮ সেপ্টেম্বর ২০১৭

রেলের অবকাঠামো উন্নয়নে যুক্তরাজ্য সহযোগিতা করতে আগ্রহী ॥ রুশনারা আলী

কূটনৈতিক রিপোর্টার ॥ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যদূত রুশনারা আলী এমপি বলেছেন, বাংলাদেশ রেলওয়ের অবকাঠামো উন্নয়নে যুক্তরাজ্যের রেলওয়ে কোম্পানিগুলো সহযোগিতা করতে আগ্রহী। তিনি আরও জানান, বাংলাদেশে যুক্তরাজ্যের রফতানি অর্থায়ন এখন ১৫০ মিলিয়ন পাউন্ড থেকে বেড়ে ৬২৫ মিলিয়নে পৌঁছেছে। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। রবিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে রুশনারা আলীর নেতৃত্বে যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দল এক বৈঠক করে। বৈঠক শেষে রুশনারা আলী সাংবাদিকদের বলেন, বাংলাদেশের অবকাঠামোগত প্রয়োজনীয়তা বুঝতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাণিজ্যদূত হিসেবে এটি তার দ্বিতীয় সফর। রেলওয়ে, ব্রিজ এবং বিমানবন্দরের মতো অবকাঠামোকে প্রাধান্য দিচ্ছে এই প্রতিনিধি দল। এসব ক্ষেত্রে ব্রিটেনের প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ আছে জানিয়ে তিনি বলেন, ঔপনিবেশিক কাল থেকেই ব্রিটেন এরকম অবকাঠামো খাতে কাজ করে আসছে বলে সবাই জানে। বিশেষ করে রেলওয়ে খাতে ব্রিটিশ কোম্পানিগুলো স্বনামধন্য। তাই বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে রেলওয়ে খাতে আমাদের কাজের ক্ষেত্র যাচাই করতে এই সফর। মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত হতে হলে অবকাঠামো খাতে উন্নয়ন করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘শুধু ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যদূত হিসেবেই নয় একজন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ হিসেবে আমি চাই বাংলাদেশ তার এই লক্ষ্যে পৌঁছে যাক। এদিকে রবিবার ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে রুশনারা আলীর ঢাকা সফরের বিষয়ে বলা হয়, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহায়তা বৃদ্ধি করতে চায় যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যদূত হিসেবে রুশনারার এই দ্বিতীয় সফর এরই নিদর্শন। উল্লেখ্য, ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যদূত রুশনারা আলী রবিবার পাঁচ দিনের সফরে ঢাকা এসেছেন।
×