ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাটগ্রামে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৬:১৫, ১৬ সেপ্টেম্বর ২০১৭

পাটগ্রামে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৫ সেপ্টেম্বর ॥ শুক্রবার সকালে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম কামারপাড়া এলাকায় নদীতে মাছ ধরতে নেমে বাউরা পাবলিক দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্র পারভেজের (১৪) মৃত্যু হয়েছে। মৃত পারভেজ ওই এলাকার যাদু কামারের ছেলে। এলাকাবাসী জানায়, সানিয়াজান নদীতে মাছ ধরতে নেমে গর্তে পড়ে ডুবে যায় পারভেজ। পরে স্থানীয় লোকজন বুঝতে পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। কচুয়ায় শিশু নিজস্ব সংবাদদাতা কচুয়া, চাঁদপুর থেকে জানান, পানিতে ডুবে আজিদা (৩) নামে শিশু মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কড়ইয়া ইউনিয়নের আকিয়ারা গ্রামের আলমগীর প্রধানের মেয়ে আজিদা সবার অজান্তে পুকুরে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির পর পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চার ডায়াগনস্টিক সেন্টার ও ভুয়া ডাক্তারের জরিমানা নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৫ সেপ্টেম্বর ॥ ভোলায় লাইসেন্স না থাকা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ না থাকায় ৪ ডায়াগনস্টিক সেন্টার এবং ভুয়া উচ্চতর ডিগ্রী ব্যবহার করে রোগীদের প্রতারণার দায়ে এক ডাক্তারকে জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা প্রশাসন ও বরিশাল র‌্যাব-৮-এর যৌথ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই জরিমানা করেছে। জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এবং র‌্যাব-৮-এর সহকারী পরিচালক এএসপি আওয়াল হোসেনের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। এ সময় সিভিল সার্জনের পক্ষে উপস্থিত ছিলেন ডাঃ মাজাহারুল ইসলাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ডাঃ মোঃ সাইফুল ইসলাম সাইফ নিজেকে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালের সহকারী অধ্যাপক পরিচয় দেন। একই সঙ্গে শহরের বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুনে এমনকি তার ভিজিটিংকার্ডে উল্লেখ রয়েছে তিনি আমেরিকা ও থাইল্যান্ড থেকে অর্থপেডিকসের ওপর বিভিন্ন উচ্চতর ডিগ্রী নিয়েছেন। কিন্তু ওই সব ডিগ্রীর বিপরীতে তিনি কোন সনদ দেখাতে পারেননি। তিনি অবশ্য নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন পরিচয় দেন। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন রোগীরা। একই সঙ্গে নানা পরীক্ষা-নিরীক্ষার নামে রোগীদের কাছ থেকে ৪ / ৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে।
×