ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে নদীতে ঘের দেয়া নিয়ে সংঘর্ষ ॥ আহত ২৮

প্রকাশিত: ০৪:১৫, ১৫ সেপ্টেম্বর ২০১৭

নীলফামারীতে নদীতে ঘের দেয়া নিয়ে সংঘর্ষ ॥ আহত ২৮

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বুড়িখোড়া নদীতে মাছের ঘের তৈরিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ২৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের সবুজপাড়া ও ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওডগাড়ী গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ১৩ জন ও ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জনকে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন এবং ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়ন দিয়ে প্রবাহিত বুড়িখোড়া নদী। বৃহস্পতিবার সবুজপাড়া গ্রামের একটি মৎস্য চাষী সমিতির সভাপতি নূরন্নবী ইসলামের নেতৃত্বে সমিতর সদস্যরা নদীতে বানা (ঘের) দিতে গেলে পাশর্^বর্তী ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ি গ্রামের আবদুল ওয়াদুদ মাস্টারের নেতৃত্বে গ্রামবাসী বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ২৮ জন আহত হন। আশুগঞ্জে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত ১০ স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ কথা কাটাকাটির জের ধরে আশুগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে উপজেলার চরচারতলা এলাকার তিন রাস্তার মোড়ের পাশে এই সংঘর্ষ হয়। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষকালে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মেজবাহ উদ্দিন, উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইদ্রিস মিয়া ও ফোকাস বাংলার সাংবাদিক লোকমান হোসেনসহ ১০ জন আহত হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে উপজেলার গোলচত্বর এলাকায় চরচারতলা এলাকার কেচকি বাড়ির রেজেক মিয়ার ছেলে আব্দুল খালেকের সঙ্গে একই এলাকার লতিফ বাড়ির সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) সোহরাব মিয়ার ছেলে সজিব মিয়ার সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতি হয়। এরই জের ধরে দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
×