ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সব্যসাচী দাশ

থ্রিল গল্পে ঢাকা এ্যাটাক

প্রকাশিত: ০৬:৫৯, ১৪ সেপ্টেম্বর ২০১৭

থ্রিল গল্পে ঢাকা এ্যাটাক

পৃথিবীজুড়ে একের পর এক সন্ত্রাসী হামলায় মানবজাতি একরকম বির্পযস্ত! সন্ত্রাসের ভয়াবহতা আজ বিশ্বময়। খুব স্বাভাবিক কোন ধর্মীয় উৎসব থেকে শুরু করে সামাজিক উৎসব, কোন মানবিক কোলাহলই এখন আর নিরাপদ নয়। সর্বত্র ত্রাস! মানবিকতার সব পথে আজ ভয়ের ব্যারিকেট! মুম্বাই এ্যাটাক। প্যারিস এ্যাটাক, কিংবা বিশ্বব্যাপী অন্যান্য সন্ত্রাসী হামলার ভয়াবহতা টিভি স্ক্রিন বা পত্র-পত্রিকার মাধ্যমে জানলেও এর বাস্তব অভিজ্ঞতা হয়েছিল আমাদের গত বছর। জুলাই মাসে। একদল নরপশু নৃশংস হত্যাযজ্ঞের মাধ্যমে দেখিয়ে ছিল কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের হামলা। ২০০৮ সালের মুম্বাই হামলার ভয়াবহতা দেখাতে গিয়ে ২০১২ সালে বলিউডে নির্মিত হয়েছিল ‘দ্য এ্যাটাক’ নামে একটি সমৃদ্ধ হিন্দী সিনেমা। বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পায় ১ মার্চ ২০১৩। দর্শক হলে গিয়ে ওই সিনেমা দেখে আঁতকে উঠেছিল। সিনেমের চিত্রনাট্য এতটাই পরীক্ষিত ছিল যে দর্শক ‘দ্য এ্যাটাক’ দেখে আঁচ করেছিলো কতটা নৃশংস আর ভয়াবহ ছিল মুম্বাই হামলা। গেল বছর ঢাকার গুলশানে জঙ্গী হামলার পর থেকে দেশজুড়ে চলছে একের পর এক জঙ্গী ও সন্ত্রাসবিরোধী অভিযান। পুলিশ, র‌্যাব এবং একাধিক গোয়েন্দা সংস্থা দিন-রাত এই সন্ত্রাসীদের হন্যে হয়ে খুঁজছে। কখনও কখনও জীবন বাজি রেখে অপারেশন শেষ করছে। দেশ-কালের এমন বিবেচনায় আসছে মাসে ‘ঢাকা এ্যাটাক’ একটি সমসাময়িক সিনেমা। সময়ের দাবিতে এই চলচ্চিত্রের নাম বেশ উপযুক্ত। যদিও এই সিনেমার পরিকল্পনা বেশ আগের তারপরও এর নাম, গল্পের বিষয় বর্তমানকে দাবি করে। এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন খোদ পুলিশ কর্মকর্তা সানোয়ার হোসেন। পরিচালনা করেছে দিপঙ্কর সেনগুপ্ত দীনপ। মূলত পুলিশ বাহিনীর পেশাগত কর্মকা-। সন্ত্রাস দমনে তাদের ঝুঁকিপূর্ণ অপারেশন ও তাদের ব্যক্তিগত জীবন ঢাকা এ্যাটাকের মূল আখ্যান। বেশ লম্বা সময় ধরেই এই সিনেমার নাম খবরে এসেছে। অবশেষে খুব কাছাকাছি সময়ে মুক্তির অপেক্ষায় ‘ঢাকা এ্যাটাক’। সময়ের জনপ্রিয় নায়ক অরিফিন শুভ ও নায়িকা মাহিয়া মাহি এই সিনেমার দুই প্রধান চরিত্র। গল্পের প্রয়োজনে শুভর ঘাম ঝরানো পরিশ্রম সঙ্গে মাহির চ্যালেজিং চরিত্র দর্শকদের একটু আগ্রহী করছে। পাশাপাশি তাদের কারিশমেটিক সেনসেশন তো থাকছেই! সম্প্রতি এই সিনেমার ট্রিজার ইউটুবে প্রকাশ পেলে অল্প সময়ের মধ্যে লাখ লাখ দর্শক তা দেখে ফেলে। বাস্তবঘেঁষা গল্প, কষ্টসাধ্য শূটিং এসব কারণে এই সিনেমার ইমেজ একটু অন্যরকম। একাধিক মনকাড়া চমকও রয়েছে ঢাকা এ্যাটাকের নামের সঙ্গে। ভারতবর্ষ তথা উপমহাদেশের এই সময়ের তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্প আরিজিত সিং। প্রথমবারের মতো বাংলাদেশী সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। সঙ্গে পশ্চিম বাংলার আর এক জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমলতা। তাদের গাওয়া গানের ১ মিনিটের প্রোমো ইউটিউবে ভিউয়ার সংখ্যা এখন ১০ লাখ ছাড়িয়ে। ‘টুপ-টাপ চুপ-চাপ’ শিরোনামের গানে শুভ ও মাহির রোমান্টিক অবোগাহন দর্শক হৃদয়ে প্রেমের পুলক জাগিয়েছে। গানের খানিক কাব্যময় ছন্দ শ্রোতাদের ইতোমধ্যে প্রেমের সাগরে ভাসিয়েছে। কলকাতর জনপ্রিয় ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’র অনিন্দ্য চট্টোপাধ্যায় এই গানের লেখক ও সুরকার। গানের দৃশ্যায়ন হয়েছে মালয়েশিয়ার অসম্ভব সুন্দর লোকেশনে, যা এই গানের আর একটি বিশেষণ! একই সঙ্গে ‘টিকাটুলির মোড়’ গানটিও দর্শকদের বেস জমিয়েছে। এডিসি আবিদ। এ্যাসিসট্যাট ডেপুটি কমিশনার। বোম্ব স্কোয়াড। এই সিনেমার মোস্ট এনার্জিটিক চরিত্র যা অলঙ্করণ করা হয়েছে শুভকে দিয়ে। গল্পের প্রয়োজনে সন্ত্রাসীদের পেছনে লম্বা দৌড়, পেশাদার পুলিশ অফিসারদের মতো করে অস্ত্র চালানো, শুভ বেশ ভালই দেখিয়েছেন অপাতত। সন্ত্রাসের বিরুদ্ধে এডিসি আবিদের নিরলস কর্মযজ্ঞের পাশাপাশি একজন প্রত্যয়ী ক্রাইম রিপোর্টারের চরিত্রে মাহিয়া মাহিকে ঘাম ঝরাতে দেখা যাবে। মাহি তার চরিত্র সম্পর্কে এক সাক্ষাতকারে বলেছেন, একজন পরিপূর্ণ সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছি। এর আগে ‘ওয়ার্নিং’ সিনেমায় এই ধরনের চরিত্র করলেও তা ছিল একটা অংশ। কিন্তু সে বিবেচনায় ঢাকা অ্যাটাক-এ করা আমার চরিত্র একেবারেই ভিন্ন। থানা-পুলিশের স্বাভাবিক কাজকর্মের বাইরে অনেক বড় পুলিশিং আছে যারা অত্যন্ত দক্ষ। স্যাইনটিফিক দক্ষতায় তারা বিভিন্ন সমস্যার সমাধান করে। মানুষদের এসব জানানো দরকার। এমন চিন্তা থেকেই পরিচালক দিপঙ্কর সেনগুপ্ত এই সিনেমার কথা চিন্তা করেছেন। তার দেয়া এক সাক্ষাতকারে এমন কথাই তিনি বলেছেন। গুণী অভিনেতা আলমগীর, আফজাল হোসেন, লায়লা হাসান, শতাব্দী ওয়াদুদ, নওশাবা ও শিপনসহ প্রভাবশালী অভিনয় শিল্পীরা এই সিনেমা অলঙ্কিত করেছেন। পাশাপাশি বাংলাদেশ পুলিশের অনেক অফিসার বেশ শ্রম দিয়েছেন। একটা থ্রিল ধাঁচের গল্পের ভেতর সোয়াট পুলিশের সত্যিকারের ইউনিফর্ম ও এ্যাটিভিটি ঢাকা এ্যাটাকের গল্পকে বেশ রিয়েলস্টিক করেছে। আসছে মাসের ৬ তারিখ দেশজুড়ে মুক্তি পাবে ‘ঢাকা এ্যাটাক’ দেশীয় প্রযোজনায় নির্মিত বড় বাজেটের এই সিনেমা দর্শকদের ভাল কিছু দেখানোর অপেক্ষায় রেখেছে। ছবি: আরিফ আহমেদ
×