ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে ভূমি কর্মকর্তা নিহত

প্রকাশিত: ০৬:৩৭, ১১ সেপ্টেম্বর ২০১৭

বরিশালে ভূমি কর্মকর্তা নিহত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাকেরগঞ্জ উপজেলার বুড়ির মাজারের সামনে সড়ক দুর্ঘটনায় বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা তোফায়েল হোসেন আল মামুন (৩৫) নিহত হয়েছেন। সে বরগুনার তালতলী উপজেলার কবিরাজপাড়া এলাকার মান্নান মোল্লার পুত্র। রবিবার সকালে মামুনকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসার পর চিকিৎসক ডাঃ রিফাত হোসেন তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, বরিশালের বিভাগীয় কমিশনার কার্যালয়ে ভূমি ব্যবস্থাপনার ওপর একটি কর্মশালায় অংশ নেয়ার জন্য রবিবার সকালে তোফায়েল হোসেন আল মামুন মোটরসাইকেলযোগে বরগুনা থেকে রওনা হন। পথিমধ্যে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার বুড়ির মাজারে সামনে পৌঁছলে মোটরসাইকেলের চাকা বিস্ফোরণ হয়ে মামুন মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি এ্যাম্বুলেন্স তাকে চাপা দেয়। মীরসরাইয়ে শাশুড়ি নিহত ॥ গৃহবধূর মৃত সন্তান প্রসব সংবাদদাতা মীরসরাই, চট্টগ্রাম থেকে জানান, মীরসরাইয়ে প্রাইভেটকারের ধাক্কায় শাশুড়ি নিহত, অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত সন্তান প্রসব হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদরের মাতৃকা হাসপাতালের গেটে দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, প্রসব ব্যথা ওঠার পর বাড়ি থেকে হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছিলেন মীরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের আলামিয়া চৌধুরী বাড়ির অন্তঃসত্ত্বা গৃহবধূ হাসিনা আক্তার। সঙ্গে ছিলেন স্বামী মোহাম্মদ সোলেমান, শ্বশুর আবুল হোসেন ও শাশুড়ি হালিমা খাতুন। একটি প্রাইভেটকারে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে হাসপাতালের গেটেও পৌঁছান তারা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। তখনই তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এ সময় হাসিনার শাশুড়ি হালিমা খাতুন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। দুর্ঘটনায় আঘাত পাওয়া হাসিনাকে উদ্ধার করে হাসপাতালের নেয়ার পর তিনি মৃত সন্তান প্রসব করেন। সাতক্ষীরায় শিশু স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, ইজিবাইকের চাপায় পিষ্ট হয়ে সাহেব আলি (৫) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার দুপুরে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু তুয়ারডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।স্থানীয়রা জানান, শিশু সাহেব আলি রাস্তার পাশে খেলা করছিল। এ সময় দ্রুতগতিসম্পন্ন ইজিবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটি মারা যায়। নাটোরে হেলপার নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, বড়াইগ্রামে দুইটি ট্রাকের সংঘর্ষে আখতারুল ইসলাম (৪৫) নামে একজন নিহত ও আহত হয়েছেন আরো চারজন। রবিবার সকালে উপজেলার গড়মাটি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহত আখতারুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। বনপাড়া হাইওয়ে পুলিশ জানায়, মংলা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী রড ও সিমেন্ট বোঝাই একটি ট্রাক বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় পৌঁছলে বিপরীতমুখী মুরগির খাবার বোঝাই পাবনাগামী অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে সিমেন্ট বোঝাই ট্রাকের হেলপার আখতারুল ঘটনাস্থলেই নিহত হয়। কিশোরগঞ্জে দুই যাত্রী নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, কটিয়াদীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও অপর তিন যাত্রী আহত হয়েছে। নিহত দুই যাত্রীর নাম আব্দুল হাসিম (২৭) ও বেদেনা আক্তার (৩৭)। রবিবার দুপুরে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের কটিয়াদী উপজেলার পাঁচলগোটা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
×