ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইচ্ছা থাকলে উপায় হয়

প্রকাশিত: ০৫:৪০, ১০ সেপ্টেম্বর ২০১৭

ইচ্ছা থাকলে উপায় হয়

ইচ্ছা থাকলে উপায় হয়- এ কথার যথার্থতা প্রমাণ করলেন মার্কিন নাগরিক জিম আরিংটন। ৮৪ বছর বয়সে বিশ্বের সেরা বডি বিল্ডার হয়ে গিনেজ বুকে নাম উঠালেন তিনি। এখন জিম আরিংটন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী বডি বিল্ডার। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত এক প্রতিযোগিতায় শারীরিক কসরত দেখিয়ে আয়োজকদের চোখ ধাঁধিয়ে দেন এই দাদু। পাক্কা এক শ’ জন বডি বিল্ডারকে পেছনে ফেলে বিজয় ছিনিয়ে নেন তিনি। খবরে বলা হয়েছে, ছোট বেলায় রোগা-পটকা ছিলেন জিম আরিংটন। তাকে নিয়ে বাবা-মায়ের চিন্তার শেষ ছিল না। পড়াশোনার পাট চুকিয়ে বিক্রয়কর্মীর চাকরি নেন। সঙ্গে সঙ্গে শরীর গঠন করতে থাকেন। এভাবে ৭০ বছর পর আসে সেই কাক্সিক্ষত বিজয়। তিন সন্তানের জনক জিম আরিংটন। তার সন্তানেরাও দাদা হয়েছেন। সম্প্রতি রেকর্ড বইয়ে নাম ওঠার পর তিনি বলেন, আমার বিশ্বাস ছিল যে, চেষ্টা করলে একদিন কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছানো যায়। তিনি বলেন, শরীর গঠনে আমি প্রোটিন খেতাম। পাশাপাশি স্বল্প মাত্রায় কার্বোহাইড্রেড ও চর্বিযুক্ত খাবার খেতাম। তিনি বলেন, আপনি যদি চেষ্টা করেন তাহলে যে কোন বয়সে আপনার শরীর সকল কাজের জন্য প্রস্তুত হবে। আর সঠিক শরীর গঠনের জন্য আপনাকে ব্যায়াম করতে হবে। নিজেকে বিশ্বসেরা হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। বডি বিল্ডিং আমার প্রকৃত ভালবাসা ছিল। তাই এই বয়সে এসে আমি কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। এ পর্যন্ত ৬২ বার এ ধরনের প্রতিযোগিতায় লড়েছেন জিম আরিংটন। এর মধ্যে ১৬ বার জয় পেয়েছেন। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস ডটকম অবলম্বনে
×