ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেরাউনের রহস্যময় ভাস্কর্য

প্রকাশিত: ০৫:২৫, ৭ সেপ্টেম্বর ২০১৭

ফেরাউনের রহস্যময় ভাস্কর্য

উত্তর ইসরাইলের প্রতœতাত্ত্বিক শহর হাজর থেকে একটি ভাস্কর্য আবিষ্কার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, নিঃসন্দেহে এটি ফেরাউনদের কারও প্রতিকৃতি হবে। তবে চার হাজার তিনশ’ বছর আগের এ ভাস্কর্যটি এখন রহস্যের মধ্যেই রয়ে গেছে। ভাস্কর্যটি উদ্ধারের পর থেকে এটি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এটি প্রতœতত্ত্ববিদদের এক রকম ধাঁধায় ফেলে দিয়েছে। ভাস্কর্যটি তৈরির এক হাজার বছরের পরে সেটি ধ্বংস করে ফেলা হয়েছিল। এটির মাথা ছাড়া অন্য কোন অঙ্গপ্রত্যঙ্গ নেই। প্রাচীন ওই ভাস্কর্যটিকে ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে আসতে হয়েছে। শরীরের ফাটল দেখে বোঝা যায় প্রথমে প্রতিকৃতিটির নাক ভেঙ্গে ফেলা হয়েছিল। এরপর অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ চুরমার করে দেয়া হয়েছে। মিসরীয় সভ্যতার উৎস সম্পর্কে সবচেয়ে নিশ্চিত তথ্যসূত্র বলা যেতে পারে এই ভাস্কর্যকে। তবে এটির চেহারার বৈশিষ্ট্য দেখে বোঝা যায়, ভাস্কর্যটি মিসরের প্রাচীন রাজতন্ত্রের পঞ্চম উত্তরাধিকারীর হবেন। ফেরাউনের এই ভাস্কর্য ঘিরে গবেষকদের মধ্যে অনেক রহস্য ঘুরপাক খাচ্ছে। ব্রোঞ্জ যুগে হাজর শহরটি পুরোপুরি ধ্বংস করে দেয়ার বহু তথ্য এটি থেকে জানা যাবে বলে গবেষকদের ধারণা।-মেইল অনলাইন
×