ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায় ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:৪৩, ৫ সেপ্টেম্বর ২০১৭

বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায় ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৪ সেপ্টেম্বর ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি অতিরিক্ত কথা বলে। তারা সব সময় যে কোন একটা কিছুকে বিতর্কিত করতে চায়। এটা তাদের কালচার, এটা তাদের অভ্যাস। নির্বাচন কমিশন কেবলমাত্র কাজ শুরু করল, আর এখনই তারা একে বিতর্কিত করতে চায়। তিনি আরও বলেন, তারা যে সংলাপের কথা বলে, গত নির্বাচনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে সংলাপের জন্য ডেকে ছিলেন। কিন্তু তিনি তখন প্রত্যাখ্যান করেছিলেন। এমন কি খালেদা জিয়ার ছেলে মারা যাওয়ার পর প্রধানমন্ত্রী শোক প্রকাশ করতে গিয়েছিলেন। কিন্তু তখন তাঁর সঙ্গেও ভদ্র আচারণ করা হয়নি। সোমবার সকালে বাণিজ্যমন্ত্রী ভোলা গাজিপুর রোডস্থ বাসভবনে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেনের সভাপতিত্বে কর্মিসভায় ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে যে কোন দিন নির্বাচন হবে। আর নির্বাচন হবে এই সরকারের অধীনেই। এবার নির্বাচনে বিএনপির অংশগ্রহণ ছাড়া বিকল্প আর কিছু নেই। সকল দলই নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। সেই নির্বাচনে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য আহ্বান জানান। তিনি বলেন, ভোলা ৪টি আসনের অবস্থাই ভাল বলে তিনি উল্লেখ্য করেন। এছাড়াও মন্ত্রী ভোলার উন্নয়ন প্রসঙ্গে বলেন, ভোলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। রাজিয়ান কোম্পানি গ্যাসপ্রোম গ্যাস উত্তোলনের দায়িত্ব গ্রহণ করেছে। ভোলায় পর্যাপ্ত গ্যাস পেলে অনেক কোম্পানি গড়ে উঠবে। ভোলাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী ১৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে। তিনি বলেন, তেঁতুলিয়া নদীর ওপর দিয়ে ভোলা-বরিশাল ব্রিজ স্থাপনের উদ্যোগ নিয়েছি। এখন এর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। আমরা আশা করি, ফজিবিলিটি যাচাই হলেই এই ব্রিজের কাজ শুরু করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। বঙ্গবন্ধুর খুনী ও স্বাধীনতা বিরোধীদের সঙ্গে কোন সংলাপ নয় ॥ এদিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আরও বলেছেন, যারা বঙ্গবন্ধুর খুনী, ৭১ এর মানবতা ও স্বাধীনতা বিরোধীদের সঙ্গে ঐক্য গড়েছে তাদের সঙ্গে কোন সমঝোতা সংলাপ হতে পারেনা। নির্ধারিত সময়ের মধ্যেই এ সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার সন্ধ্যার আগে ভোলার দৌলতখান উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
×