ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শরীর পর্যবেক্ষণে ক্যামেরা

প্রকাশিত: ০৫:১৫, ৫ সেপ্টেম্বর ২০১৭

শরীর পর্যবেক্ষণে ক্যামেরা

বিজ্ঞানীরা নতুন একটি ক্যামেরা আবিষ্কার করেছেন যেটা দিয়ে মানুষের পুরো শরীর স্বচ্ছভাবে দেখা যাবে। চিকিৎসকদের কথা মাথায় রেখে নতুন এ ক্যামেরার উদ্ভাবন। কারণ মানুষের শরীরের অভ্যন্তরীণ পরীক্ষা-নিরীক্ষা করতে এ্যান্ডোস্কপি করতে হয়। সেক্ষেত্রে চিকিৎসকরা নতুন এ ক্যামেরা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন। স্বাস্থ্যের অগ্রগতি পর্যবেক্ষণ করতে চিকিৎসকদের এ পর্যন্ত ব্যয়বহুল স্ক্যান, বিশেষ করে এক্স-রে’র ওপর নির্ভর করতে হয়েছে। শরীরের ভেতরে আলোর উৎস খুঁজে নতুন এ ক্যামেরা কাজ করবে। এডিনবর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিভ ডালিওয়াল বলেন, বৈচিত্র্যময় প্রয়োগের জন্য নতুন এ ক্যামেরাটি খুবই সম্ভাবনাময়। প্রচলিত যন্ত্র দিয়ে স্বাভাবিক দেহ কলার কুড়ি সেন্টিমিটার পর্যন্ত পর্যবেক্ষণ করা যায়। এ্যান্ডোস্কপি থেকে যে আলো ছড়ানো হয়, সাধারণত তা বিক্ষিপ্ত হয়, মানুষের শরীরের ভেতর দিয়ে তা সরাসরি প্রবেশ করতে পারে না। এতে যন্ত্রটি কোথায় আছে, সে সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে নতুন ক্যামেরায় প্রতিটি প্রোটোন খুঁজে বের করতে পারবে। -বিবিসি অনলাইন
×