ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কালীগঞ্জে বাস খাদে, কলেজছাত্র নিহত

প্রকাশিত: ০৪:২৩, ২৯ আগস্ট ২০১৭

কালীগঞ্জে বাস খাদে, কলেজছাত্র নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ সোমবার বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহতের নাম শাকিল বাগমার (২৫)। তিনি কালীগঞ্জ পৌর এলাকার তুমলিয়া গ্রামের জুলহাস বাগমারের ছেলে এবং স্থানীয় কালীগঞ্জ শ্রমিক কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। জানা গেছে, কালীগঞ্জের তুমলিয়া এলাকায় শাকিলের বাবার গাড়ি মেরামতের একটি গ্যারেজ রয়েছে। লেখাপড়ার পাশাপাশি শাকিল তার বাবার কাজে সহযোগিতা করেন। সোমবার বিকেলে স্থানীয় প্রাণ-আরএফএলের শ্রমিক বহনকারী একটি বাস মেরামতের পর পরীক্ষামূলক চালানোর জন্য শাকিলকে নিয়ে বাসের চালক রাস্তায় বের হয়। তারা কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে চালানোর সময় বালিগাঁও এলাকার নাভানা প্লাস্টিক কারখানার পাশে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসের ভেতর থেকে চালক ও হেলপার বেরিয়ে আসতে সক্ষম হলেও শাকিল আটকা পড়েন। নওগাঁয় গৃহবধূ নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শেলি আক্তার (৩৮) নিহত হয়েছেন। উপজেলার শৈলগাছী ইউনিয়নের চ-ীপুর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শেলি আক্তার সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের গাংজোয়ার গ্রামের আজিজুল হোসেনের স্ত্রী। শেরপুরে পথচারী নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, শ্রীবরদীতে ট্রাকের চাপায় ফজলুল হক ওরফে নান্ডা (৭০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার চিথলিয়া নতুন মসজিদ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি চিথলিয়া গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে। জানা যায়, ফজলুল হক ফজরের নামাজ শেষে সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাড়ি থেকে চিথলিয়া সকাল বাজারে যাচ্ছিলেন। ওই সময় শেরপুর থেকে শ্রীবরদীগামী একটি ট্রাক চিথলিয়া নতুন মসজিদ এলাকায় চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রূপগঞ্জে নারী শ্রমিক নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চাঁন টেক্সটাইল নামক স্থানের এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে দ্রুতগামী মাইক্রোবাসচাপায় আনোয়ারা বেগম (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঘটে এ দুর্ঘটনা। ধামরাইয়ে যুবক নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, ধামরাইয়ে নিখোঁজের তিন দিন পর ইয়ার হোসেন (২৩) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার আমতা ইউনিয়নের আগজেঠাল গ্রামের একটি বিল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার নাতু মিয়ার ছেলে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে গুমের উদ্দেশ্যে মৃতদেহ পুকুরে ফেলে দেয়। টাঙ্গাইলের পিতা নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, কালিহাতীতে ছেলের বিয়ের বাজার করতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পিতা নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে কালিহাতীর বাগুটিয়া এলাকায় বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজের সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় হানিফ (৫৫) নিহত হয়েছেন। মঙ্গলবার বড় ছেলে ফারুকের বিয়ের দিন উপলক্ষে বাজার করতে এলে এ দুর্ঘটনা ঘটে।
×