ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধের আহ্বান যাত্রী কল্যাণ সমিতির

প্রকাশিত: ০৪:০৬, ২৯ আগস্ট ২০১৭

অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধের আহ্বান যাত্রী কল্যাণ সমিতির

স্টাফ রিপোর্টার ॥ ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সোমবার সংগঠনের ঈদযাত্রায় স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ কর্মশালায় সংগঠনের মহাসচিব মোঃ মোজাম্মেল হক এ আহ্বান জানান। কর্মশালায় সারাদেশের সড়ক রেল ও নৌপথের যাত্রীসেবা পরিস্থিতি নিয়ে স্বেচ্ছাসেবকরা বিস্তারিত তুলে ধরেন। এতে ভাঙ্গাচোরা সড়ক-মহাসড়ক, দীর্ঘ যানজট, নৌপথে অতিরিক্ত যাত্রী বহন, রেলপথের টিকেট কালোবাজারি, সড়ক ও নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
×