ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মামলা নেয়নি পুলিশ

ছাত্রীর ছবি অশ্লীল পোস্টার করে ব্ল্যাকমেইলের চেষ্টা

প্রকাশিত: ০৫:৪৩, ২৮ আগস্ট ২০১৭

ছাত্রীর ছবি অশ্লীল পোস্টার করে ব্ল্যাকমেইলের চেষ্টা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারায় কিশোর-কিশোরীর ছবি জোড়া দিয়ে এক শিক্ষক পরিবারের কাছ থেকে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় বখাটেরা ওই কিশোরীর পরিবারের কাছ থেকে অর্থ না পেয়ে আপত্তিকর কথা লিখে তাদের ছবি পোস্টার হিসেবে এলাকায় সাঁটিয়ে দেয়। এরপর থেকে ওই কিশোরী বাড়ির বাইরে বের হতে পারছে না। বন্ধ হয়ে গেছে তার কলেজে যাওয়া। উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামের এ ঘটনায় বাগমারা থানায় অভিযোগ দেয়া হলেও পুলিশ রহস্যজনক কারণে গত তিন দিনেও মামলা রেকর্ড করেনি বলে অভিযোগ করেছেন ওই কিশোরীর পরিবারের সদস্যরা। তবে বাগামার থানার ওসি নাছিম আহমেদ বলেন, পূর্ণাঙ্গ অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ওই কিশোরীর বাবা স্কুলশিক্ষক জানান, এক সপ্তাহ আগে কম্পিউটারের মাধ্যমে এক বখাটে যুবকের সঙ্গে তার কলেজ পড়ুয়া মেয়ের ছবি জোড়া দিয়ে ছবিটি তার বাড়িতে পাঠানো হয়। এরপর তাকে ফোন করে ৫০ হাজার টাকা দাবি করা হয়। নইলে তারা ওই ছবির পোস্টার করে এলাকায় ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। তাদের দাবিকৃত টাকা না দেয়ায় তারা গত ২৩ আগস্ট রাতে এলাকায় পোস্টার সাঁটিয়ে দেয়। পরদিন সকালে তারা ওই পোস্টারের ফটোকপি তালতলী মোড়ে প্রকাশ্যে বিলিও করে, যাতে হট নিউজ শিরোনাম দিয়ে ওই ছবি ও আপত্তিকর অশ্লীল কথা লেখা রয়েছে। ওই পোস্টার আবার ফেসবুকেও ছড়িয়ে দেয়া হয়েছে। ওই শিক্ষক আরও বলেন, তার মেয়ের যে ছবিটির সঙ্গে এক বখাটের ছবি লাগানো হয়েছে, ওই ছবিটি তার বান্ধবীর সঙ্গে তোলা। তার এক বান্ধবীর ঘাড়ে হাত দিয়ে ছবিটি তোলে। কিন্তু ওই ছবি থেকে তার বন্ধবীকে কেটে বাদ দিয়ে সেখানে এক বখাটের ছবি লাগানো হয়েছে। তিনি বলেন, এ ঘটনার পর তার মেয়ে কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে। ঘরের বাইরে সে আর বের হয় না। কিছু জানতে চাইলে বা বলতে গেলে আত্মহত্যা করতে চায়। মেয়েকে নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন বলে জানান ওই শিক্ষক। তিনি আরও বলেন, তার মেয়ে তাহেরপুর ডিগ্রী কলেজে পড়ে। কলেজে যাওয়ার সময় স্থানীয় কয়েক বখাটে তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। প্রেমের প্রস্তাবসহ অপহরণ ও সম্ভ্রমহানির হুমকি দিত। তাদের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই বখাটে যুবকরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি। ওই কিশোরীর বাবা আরও বলেন, এসব ঘটনা নিয়ে গত ২৪ আগস্ট তিনজনের নামোল্লেখ করে থানায় অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু পুলিশ রহস্যজনক কারণে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেনি। এমনকি এ অভিযোগের প্রেক্ষিতে তদন্তেও আসেনি পুলিশ। তবে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি নাছিম আহমেদ বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে এর সত্যতা পাওয়া গেছে। স্কুলশিক্ষককে পূর্ণাঙ্গ অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে মামলা রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×