ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোন ষড়যন্ত্র করে লাভ হবে না ॥ ড. রাজ্জাক

প্রকাশিত: ০৬:০৫, ২৭ আগস্ট ২০১৭

কোন ষড়যন্ত্র করে লাভ হবে না ॥ ড. রাজ্জাক

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, দেশের কিছু সুশীল সমাজের ব্যক্তি যারা এদেশে সব সময় অসাংবিধানিক শাসন চায়, অশুভ পরিবেশ সৃষ্টি করতে চায়, অবৈধ পথে সরকার পরিচালনা করতে চায়; ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে তাদের মধ্যেই সবচেয়ে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। আমি তাদের বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের গণভিত্তি, জনভিত্তি অনেক শক্তিশালী। কাজেই কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। শনিবার ধানম-ির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু ভবনের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা সংসদীয় আসন-১০ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগ কখনও পর্দার অন্তরালে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ সব সময় জনগণকে সঙ্গে নিয়ে প্রগতিশীল আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, জনগণের রায় নিয়েই ক্ষমতায় এসেছে, সরকার গঠন করেছে। তাই যারা ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে স্বপ্ন দেখছেন তাদের উদ্দেশে বলি, আমরা জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র মোকাবেলা করব। আগামী দিনে জনগণকে সঙ্গে নিয়ে আবারও শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে ক্ষমতায় আসব। ‘আমার বক্তব্যে মিস কোট করবেন না’ সাংবাদিকদের উদ্দেশে প্রধান বিচারপতির এমন মন্তব্যের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, তিনি (প্রধান বিচারপতি) বুঝতে পেরেছেন যে, তার বক্তব্যে সারাদেশের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্বাধীনতার মীমাংসিত বিষয় নিয়ে তিনি যে কটাক্ষ করেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে তিনি যে বিতর্ক সৃষ্টি করেছেন, এটা বাংলাদেশের মানুষ সহজভাবে নেয়নি; তিনি এটা বুঝতে পেরেছেন বলে আমি তাকে ধন্যবাদ জানাই। ড. কামাল হোসেনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যখনই দেশে কোন পরিস্থিতির সৃষ্টি হয়, আমাদের দেশের অনেক বিজ্ঞ আইনজীবী-ডক্টরেটধারী তারাও এই রায় নিয়ে কথা বলছেন। তারা এটাও বলার চেষ্টা করছেন কারও ক্ষমতাই চিরস্থায়ী নয়। নানা হুমকি দিচ্ছেন, নতুন করে স্বপ্ন দেখছেন ঘোলা পানিতে মাছ শিকার করে কোন পদে যাওয়া যায় কি-না। ভবিষ্যতে কোন তত্তাবধায়ক সরকার গঠন করা যায় কি-না এই স্বপ্ন দেখছেন। এসব আইনজীবীকে বলছি, বেশি লাফালাফি করে লাভ নেই। আপনারা যার কাঁধে ভর করে স্বপ্ন দেখছেন তিনি তার ভুল বুঝতে পেরেছেন, যোগ করেন তিনি। বিএনপি ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে উল্লেখ করে হানিফ বলেন, বিএনপির মহাসচিবকে বলতে চাই; এটা বিএনপি নয়, এটা আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ অনেক রক্তচক্ষু উপেক্ষা করে অতীতে অনেক সামরিক শাসককে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়েছে। তাই এই আওয়ামী লীগকে চোখ রাঙিয়ে বা ভয় দেখিয়ে কোন লাভ হবে না। ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধু পরিবারের সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
×