ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরীয় শান্তি আলোচনা আস্তানায় সেপ্টেম্বরে

প্রকাশিত: ০৪:৫৪, ২৩ আগস্ট ২০১৭

সিরীয় শান্তি আলোচনা আস্তানায় সেপ্টেম্বরে

কাজাখস্তান মঙ্গলবার বলেছে, সিরীয় শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাজধানী আস্তানায় আগামী বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে। এর আগে রাশিয়া এ আলোচনা অনুষ্ঠানের পরিকল্পনা নেয় আগস্টের শেষদিকে। খবর এএফপির। কাজাখস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুকে বলা হয়েছে, রাশিয়া, তুরস্ক ও ইরানের বিশেষজ্ঞদের মধ্যে এ মাসে এক বৈঠকে অস্থায়ীভাবে আলোচনার সময় স্থির করা হবে। বলা হয়েছে, আমরা মধ্য সেপ্টেম্বরে এ আলোচনা অনুষ্ঠানের কথা বলতে পারি। মন্ত্রণালয় বলেছে, কূটনৈতিক প্রধান কাইরাত আবদ্রাখমানোভ বলেছেন, রাশিয়া থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে আলোচনা অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে।
×