ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দাবি মেনে নেয়ার আশ্বাসে সিএনজি অটোরিক্সা ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ০৬:০৯, ২২ আগস্ট ২০১৭

দাবি মেনে নেয়ার আশ্বাসে সিএনজি অটোরিক্সা ধর্মঘট প্রত্যাহার

স্টাফ রিপোর্টার ॥ সরকারের পক্ষ থেকে ১০ দফা দাবি পর্যায়ক্রমে মেনে নেয়ার আশ্বাসে আজ ২২ আগস্ট থেকে রাজধানীতে ডাকা অনির্দিষ্টকালের সিএনজি অটোরিক্সা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বিআরটিএ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর সিএনজি অটোরিক্সা সমন্বয় পরিষদের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে। ধর্মঘট সংক্রান্ত বিষয়ে বিআরটিএ’র সদর দফতরে চেয়ারম্যান মশিউর রহমানের সভাপতিত্বে বিআরটিএ ও সমন্বয় পরিষদ নেতৃবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিআরটিএ সচিব মোঃ শওকত আলী, বিআরটিএ কর্মকর্তা শেখ মোঃ মাহবুব-ই রাব্বানী, মোঃ নুরুল ইসলাম, মাসুদ আলম, সমন্বয় পরিষদের আহ্বায়ক মোঃ জাকির হোসেন, সদস্য সচিব মোহাম্মদ হানিফ (খোকন), মজিবুর রহমান মাস্টার, সরদার মোহাম্মদ সোবহান, শেখ মোঃ জাকির হোসেন, আব্দুল বারেক, মোঃ রমজান আলী ভুট্টু প্রমুখ। সভায় অটোরিক্সা শ্রমিকদের ১০ দফা দাবি সম্পর্কে সন্তোষজনক আলোচনা হয়। আলোচনায় বিআরটিএ’র চেয়ারম্যান পাঁচ হাজার সিএনজি অটোরিক্সা থ্রি-হুইলার চালকের মধ্যে দ্রুত বিতরণের জন্য গেজেট প্রকাশের বিষয়ে ব্যবস্থা প্রহণের আশ্বাস দেন।
×