ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সততা স্টোর

প্রকাশিত: ০৫:২৮, ২২ আগস্ট ২০১৭

সততা স্টোর

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২১ আগস্ট ॥ স্কুলের কোমলমতি শিক্ষার্থীর মনে সততার মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া মডেল মাধ্যমিক ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর চালু করা হয়েছে। এ লক্ষ্যে সততা স্টোরে প্রদর্শন ও শিক্ষার্থীদের কাছে বিক্রির জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমান ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর উপ-সহকারী পরিচালক নীল কমল পাল। এ সময় প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন বিশ্বাস, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ সরাইলে সাংবাদিকতায় তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সরাইল উপজেলা মিলনায়তনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন সরাইল আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। সরাইল উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দিপক চৌধুরী বাপ্পি প্রমুখ। ২৩ আগস্ট পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।
×