ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোটরসাইকেলে গাছ পড়ে প্রবাসী নিহত

প্রকাশিত: ০৬:৫৭, ১৮ আগস্ট ২০১৭

মোটরসাইকেলে গাছ পড়ে প্রবাসী নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ ধুনটে বৃহস্পতিবার সকালে ধুনট-গোসাইবাড়ী সড়কের পূর্ব গুয়াডহরী বটতলা মোড়ে গাছচাপায় গোলাম রব্বানী (৩৫) নামের এক প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি সৌদি আরবে শ্রমিকের কাজ করতেন। এক মাস আগে দেশে ফিরেছেন। তিনি ও আরও দুজন ওই সড়ক দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। হঠাৎ একটি গাছ চলন্ত মোটরসাইকেলের ওপর ভেঙ্গে পড়ে। এ ঘটনায় একই গ্রামের নাসির উদ্দিন প্রামাণিক (৩৮) ও রফিকুল ইসলাম (৩৫) আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত গোলাম রব্বানী বড়বিলা গ্রামের করম আলীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টায় গোসাইবাড়ী বাজার থেকে নাসির উদ্দিন তার মোটরসাইকেল চালিয়ে বড়বিলা গ্রামের বাড়িতে ফিরছিলেন। ওই গাড়িতে ভাগ্নে রফিকুল ইসলাম ও বন্ধু গোলাম রব্বানী ছিলেন। তখন একটি ইউক্যালিপটাস গাছ কাটছিলেন কাঠ ব্যবসায়ী মিলন মিয়া। সড়কে গাছ কাটার বিষয়ে কোন সতর্ক সঙ্কেত দেয়া হয়নি। ধুনটে বিদ্যুতস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার ধুনটের থেউকান্দি গ্রামে বুধবার রাতে বৈদ্যুতিক তারে জড়িয়ে আব্দুল মজিদ (৫০) নামের এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। আব্দুল মজিদ ওই গ্রামের মৃত ওমর আলীর ছেলে। জানা যায়, আব্দুল মজিদ অটো ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বুধবার রাতে অটোভ্যানের ব্যাটারি চার্জ দিতে যান তিনি। এ সময় অনবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। স্বজনরা দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্র্তব্যরত চিকিৎসক আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন।
×