ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ঢামেকে রোগীর গায়ে ব্রাদারের হাত তোলার অভিযোগ

প্রকাশিত: ০৭:৪২, ১৬ আগস্ট ২০১৭

ঢামেকে রোগীর গায়ে ব্রাদারের হাত তোলার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক ব্রাদারের বিরুদ্ধে রোগীর গায়ে হাত তোলার অভিযোগ পাওয়া গেছে। রোগীর স্বজনরা অভিযোগ করেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডে রোগী হাবিবুর রহমানের (২৫) গায়ে হাত তোলেন ব্রাদার আমিনুল ইসলাম। রোগীর স্বজনরা জানান, হাবিবুর রহমান খুলনা সোনাডাঙ্গা উপজেলার অজেতপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ওই এলাকার একটি গাড়ি মেরামত কারখানায় কাজ করেন। তার বড় বোন জেসমিন আক্তার জানান, গত ৫ আগস্ট গাড়ির চাকায় হাওয়া দেয়ার সময় একটি রিং ছুটে এসে হাবিবুরের মাথা ও কপালে আঘাত লাগে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারির ১০৩ নম্বর ওয়ার্ডের (ইউনিট-১) ৩৬ নম্বরে ভর্তি করা হয়। পরদিন তার মাথায় অপারেশন করা হয়। তিনি জানান, মাথায় আঘাত লাগার পর থেকে তার ভাইয়ের কিছুটা মানসিক সমস্যাও দেখা দেয়। সবাইকে বকাবকিও করে। আজকে (মঙ্গলবার) তাকে ইঞ্জেকশন দেয়ার জন্য ব্রাদার আমিনুল ইসলামকে ডেকে আনেন। ইঞ্জেকশন দেয়ার সময় হাবিবুর রহমান ওই ব্রাদারকে বকাবকি করে। এতে ব্রাদার আমিনুল রোগীকে চড়-থাপ্পড় মারে। জেসমিন জানান, এ সময় তিনি এর প্রতিবাদ করলে ব্রাদার আমিনুল আবারও হাবিবুরকে একইভাবে চড়-থাপ্পড় মারে। একই ওয়ার্ডের জাহাঙ্গীর নামের এক রোগীর স্বজন রেহেনা আক্তার জানান, রোগী হাবিবুর মাঝেমধ্যেই অনেককে বকাবকি করে। কিন্তু কিছুটা মানসিক সমস্যা থাকায় কেউ তাকে কিছু বলে না। তবে ব্রাদার আমিনুল ইসলাম মঙ্গলবার তাকে সবার সামনেই চড়-থাপ্পড় মেরেছে।
×