ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিরপুরে মেস থেকে যুবকের হাতপা বাঁধা লাশ উদ্ধার

প্রকাশিত: ০৭:৪১, ১৬ আগস্ট ২০১৭

মিরপুরে মেস থেকে যুবকের হাতপা বাঁধা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ হাত-পা বাঁধা অবস্থায় রাজধানীর মিরপুর-২ এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পেছনের এক মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়। মিরপুর থানা পুলিশ জানায়, হার্ট ফাউন্ডেশনের পেছনে বড়বাগ এলাকার ৩১/১ নম্বর ভবনের দোতলা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, নিহত যুবকের সঠিক পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি ঢাকা কলেজের ছাত্র বলে শুনেছেন। পুলিশ বাড়ির তত্ত্বাবধায়কের বরাত দিয়ে জানান, যে মেস থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, সে মেসে সাধারণত রোগীরা এক দুদিনের জন্য ভাড়া নিয়ে থাকে। গত সোমবার বিকেলে দুই যুবক নিজেদের মধ্যে একজনকে রোগী পরিচয় দিয়ে বাসাটিতে ওঠেন। হাসপাতালে সিট পাচ্ছেন না জানিয়ে তারা ৪০০ টাকায় একদিনের জন্য একটি কক্ষ ভাড়া নেন। কিন্তু একদিন পরেও না যাওয়ায় বাড়ির তত্ত্বাবধায়ক দুপুরের পর দ্বিতীয় তলার ওই কক্ষে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোন সাড়া না পাওয়ায় জানালা দিয়ে উঁকি মারলে খাটের নিচে একজনের পা দেখতে পান। পরে তিনি থানায় খবর দিলে বিকেলে পুলিশের একটি দল গিয়ে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত করতে মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, নিহতের গলায় গামছা পেঁচানো এবং দুই হাত পেছন দিকে একসঙ্গে বাঁধা ছিল। পুলিশ ধারণা করছে, কক্ষ ভাড়া নেয়া দুই যুবকের মধ্যে একজন আরেকজনকে হত্যা করে তালা মেরে পালিয়েছেন।
×