ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক মিনিটে এক লাখ বৃক্ষরোপণ

প্রকাশিত: ০৪:০৬, ১৫ আগস্ট ২০১৭

এক মিনিটে এক লাখ বৃক্ষরোপণ

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৪ আগস্ট ॥ জাতীয় শোক দিবস উপলক্ষে ‘গাছ লাগাও উপকূল বাঁচাও’ -এ স্লোগান নিয়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বজ্রপাত সহিষ্ণু ২০ হাজার তাল গাছসহ ১ লাখ গাছ লাগানো হয়েছে। বোরহানউদ্দিন প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুর ১২টা ১ মিনিটে একসঙ্গে উপজেলার ৫০০টি স্পটে এ গাছ লাগানো কর্মসূচীর শুভ উদ্বোধন করেন পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। এ সময় তার সঙ্গে ছিলেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কুদ্দুসের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ভোলা জেলা প্রশাসক সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোকতার হোসেন প্রমুখ। গরু বিতরণ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ি উপজেলার ১৩ ইউনিয়নে ১৩টি গরু বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে গণভোজ আয়োজনে এ গরু বিতরণ করা হয়, যাতে গণভোজ আয়োজনে কোন চাঁদাবাজি না হয় এবং স্থানীয়ভাবে সাধারণের জন্য এ গরুর ব্যবস্থা করা হয়। টঙ্গীবাড়ি উপজেলা পরিষদ মাঠ থেকে সোমবার আনুষ্ঠানিকভাবে এ গরু ইউনিয়ন কমিটির কর্ণধারদের হাতে তুলে দেন সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুভু এতে সভাপতিত্ব করেন।
×